এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছে: ইরান
Published: 29th, June 2025 GMT
রাজধানী তেহরানের এভিন কারাগারে গত ২৩ জুন ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান।
রবিবার (২৯ জুন) দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের শেষের দিকে, ইসরায়েল তেহরানের রাজনৈতিক বন্দীদের কারাগারে বিমান হামলা চালায়, যা প্রমাণ করে যে তারা সামরিক ও পারমাণবিক স্থাপনার বাইরেও তার লক্ষ্যবস্তু সম্প্রসারণ করেছে।
আরো পড়ুন:
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ জন নিহত
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো ৮১ ফিলিস্তিনি
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন “এভিন কারাগারে হামলায় ৭১ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে প্রশাসনিক কর্মী, সামরিক বাহিনীতে কর্মরত যুবক, বন্দী, কারাগারে বেড়াতে আসা বন্দীদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা ছিলেন।”
জাহাঙ্গীর এর জানিয়েছিলেন যে, হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ নিহত ও আহত হয়েছে। বিচার বিভাগ আরো জানিয়েছে, বাকি বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।
এভিন কারাগারে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক রাখা হয়েছে, যার মধ্যে তিন বছর ধরে আটক দুই ফরাসি নাগরিকও রয়েছে।
হামলার ঘটনার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, “তেহরানের এভিন কারাগারকে লক্ষ্য করে চালানো এই হামলা আমাদের নাগরিক সিসিল কোহলার এবং জ্যাক প্যারিসকে বিপদে ফেলেছে। এটা অগ্রহণযোগ্য।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে