এইচএসসির দ্বিতীয় দিন ২২ হাজার ৩৯১ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ৪১
Published: 29th, June 2025 GMT
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন রোববার সারা দেশে অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী। অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪১ পরীক্ষার্থী ও এক পরিদর্শক।
রোববার ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথম দিন অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। সেই হিসাবে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে অনুপস্থিত বেড়েছে ২ হাজার ৬৩২ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৯ লাখ ৩৩ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন।
এদিন সাধারণ ৯টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেননি ১৫ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ৩ হাজার ৬৫৫ জন, রাজশাহীতে ২ হাজার ৭৩ জন, কুমিল্লায় ২ হাজার ৬৮২ জন, যশোরে ১ হাজার ৭৮৯ জন, চট্টগ্রামে ১ হাজার ২৩৫ জন, সিলেটে ৮৯৫ জন, বরিশালে ১ হাজার ১২২ জন, দিনাজপুরে ১ হাজার ৪৬৭ জন ও ময়মনসিংহে ৯৮০ জন।
মাদরাসা বোর্ডের অধীনে আলিমের আরবি সাহিত্য পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে অংশ নেন ৭৯ হাজার ২৯২ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৯১ জন। কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ লাখ ২ হাজার ৯৪৪ জনের। অনুপস্থিত ছিলেন ২ হাজার ২ জন।
রোববার ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছেন ৮ জন। এছাড়া রাজশাহীতে ৩ জন, কুমিল্লায় ২ জন, যশোরে ১ জন, চট্টগ্রামে ২ জন, বরিশালে ২ জন, দিনাজপুরে ২ জন। আর ময়মনসিংহে ৩ জন শিক্ষার্থী ও ১ জন পরিদর্শক বহিষ্কার হয়েছেন। এছাড়া সারাদেশে বহিষ্কার হয়েছেন ১০ আলিম ও কারিগরিতে ৮ পরীক্ষার্থী।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এইচএসস পর ক ষ র থ পর ক ষ য় ন পর ক ষ র বব র
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।