আলোচনার সময় যুক্তরাষ্ট্র কোনো হামলা চালাতে পারবে না: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
Published: 30th, June 2025 GMT
যুক্তরাষ্ট্র আলোচনার সময় কোনো হামলা চালাতে পারবে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি।
সোমবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে চায়, তবে তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, আলোচনার সময় কোনো হামলা চালানো হবে না।
এ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফিরতে চায় বলে জানালেও হামলার বিষয়ে পরিষ্কার কোনো অবস্থান জানায়নি। এরই পরিপ্রেক্ষিতে রাভাঞ্চি প্রশ্ন তোলেন, ‘সংলাপ চলাকালীন আবার কি আগ্রাসন ঘটবে?’
ইরানের ওপর ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয় ১৩ জুন। ঠিক দুদিন পরে পরোক্ষভাবে ওমানে যুক্তরাষ্ট্রের নির্ধারিত ষষ্ঠ দফা আলোচনা ভেস্তে যায় এই অভিযানের কারণে।
গত সপ্তাহে ইরান-ইসরায়েল সংঘর্ষে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে, যখন তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার প্রধান জানান, স্থাপনাগুলোতে বড় ক্ষতি হয়েছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। অন্যদিকে, ট্রাম্প বলেন, সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
তাখত-রাভাঞ্চি বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায়। গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
মেডিকেলে ভর্তি পরীক্ষা: বিদেশি শিক্ষার্থীদের ২২৪ আসন বরাদ্দ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিদেশি শিক্ষার্থীদের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২২৪ আসনের মধ্যে এমবিবিএস কোর্সে ১৮৪ এবং বিডিএস কোর্সের জন্য ৪০টি আসন নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২৪ আসনের মধ্যে ১২৫টি সার্ক দেশগুলোর জন্য এবং ৯৯টি আসন নন-সার্ক দেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। সার্ক ও নন-সার্ক কোটা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। নন-সার্ক কোটা সংরক্ষিত আসনে কোনো সার্ক দেশের শিক্ষার্থীকে ভর্তি করা হবে না।
আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ, ৬ খাতে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ৪ ঘণ্টা আগেসার্ক দেশের আসন বণ্টনে ভারতের জন্য এমবিবিএসে ২২ ও বিডিএসে ২টি, পাকিস্তানের জন্য এমবিবিএসে ২১টি ও বিডিএসে ২টি, নেপালের জন্য এমবিবিএসে ১৯ ও বিডিএসে ৩টি, শ্রীলঙ্কার জন্য এমবিবিএসে ১৩ ও বিডিএসে ২টি, ভুটানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি, মালদ্বীপের জন্য এমবিবিএসে ৬টি ও বিডিএসে ১টি এবং আফগানিস্তানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি আসন বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে সার্ক দেশের জন্য এমবিবিএসে মোট ১১২ ও বিডিএসে ১৩, অর্থাৎ সর্বমোট ১২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলি১৩ নভেম্বর ২০২৫নন-সার্ক দেশের আসন বণ্টনে সার্ক দেশের মতো একই বৃত্তির আওতায় মিয়ানমারের জন্য এমবিবিএসে ৫টি ও বিডিএসে ২টি, ফিলিস্তিনের জন্য এমবিবিএসে ১৮ ও বিডিএসে ৩টি এবং অন্য সব দেশের জন্য এমবিবিএসে ৪৯ ও বিডিএসে ২২টি আসন বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে নন-সার্ক দেশের জন্য এমবিবিএসে ৭২ ও বিডিএসে ২৭টি, অর্থাৎ মোট ৯৯টি আসন রাখা হয়েছে।
আরও পড়ুননিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে নতুন সুযোগ দিল ১৬ নভেম্বর ২০২৫