ডোমারে বিএনপি সভাপতির বাড়িতে দুর্ধর্ষ চুরি
Published: 30th, June 2025 GMT
নীলফামারীর ডোমারে উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। উপজেলার চিলাহাটি পুলিশ ফাঁড়ি সংলগ্ন তার বাড়িতে চুরি হয়।
রবিবার (২৯ জুন) রাতে ঘরের সবাইকে চেতনানাশক কিছু দিয়ে অচেতন করা হয়। এরপর চোরেরা বাড়িতে ঢুকে স্টিলের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর সকাল পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি। সকাল ৯টার দিকে রেয়াজুল ইসলাম কালুর ছেলে সাজির ঘুম ভাঙলে তিনি দেখতে পান, তার বাবা ও স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে আশপাশের সবাইকে ডাকলে তারা দেখতে পায় ঘরের ভেতরে তছনছ করা অবস্থায় সব কিছু পড়ে আছে। চোরেরা সিসি ক্যামেরা আগেই ভেঙে ফেলে। মোবাইল ফোন সরিয়ে নেয় এবং পরে বাড়ির আশপাশে ফেলে রেখে যায়।
আরো পড়ুন:
শেরপুরের হাসপাতাল থেকে নবজাতক চুরি
‘পায়ের ছাপ’ অনুসরণ করে চোরের ডেরায় জনতা, গরুসহ চোর আটক
চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, ‘‘রাত ১০টার দিকে তুহিন ভাইয়ের সঙ্গে মিটিং করে বাড়ি ফিরি। শরীরটা খারাপ লাগছিল, তাই দ্রুত শুয়ে পড়ি। সকাল ৯টার দিকে আমার ঘুম ভাঙলে দেখি আলমারি-ড্রয়ার খোলা, মোবাইল গায়েব, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় এক কোটি টাকার জিনিস চুরি হয়েছে।’’
খবর পেয়ে সকাল থেকে স্থানীয় নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন করেন ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।
সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী বলেন, “প্রাথমিকভাবে এটি চুরির ঘটনা বলে মনে হচ্ছে। পরিবারের সদস্যদের চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে চুরি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’
ঢাকা/সিথুন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেডিকেলে ভর্তি পরীক্ষা: বিদেশি শিক্ষার্থীদের ২২৪ আসন বরাদ্দ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিদেশি শিক্ষার্থীদের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২২৪ আসনের মধ্যে এমবিবিএস কোর্সে ১৮৪ এবং বিডিএস কোর্সের জন্য ৪০টি আসন নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২৪ আসনের মধ্যে ১২৫টি সার্ক দেশগুলোর জন্য এবং ৯৯টি আসন নন-সার্ক দেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। সার্ক ও নন-সার্ক কোটা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। নন-সার্ক কোটা সংরক্ষিত আসনে কোনো সার্ক দেশের শিক্ষার্থীকে ভর্তি করা হবে না।
আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ, ৬ খাতে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ৪ ঘণ্টা আগেসার্ক দেশের আসন বণ্টনে ভারতের জন্য এমবিবিএসে ২২ ও বিডিএসে ২টি, পাকিস্তানের জন্য এমবিবিএসে ২১টি ও বিডিএসে ২টি, নেপালের জন্য এমবিবিএসে ১৯ ও বিডিএসে ৩টি, শ্রীলঙ্কার জন্য এমবিবিএসে ১৩ ও বিডিএসে ২টি, ভুটানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি, মালদ্বীপের জন্য এমবিবিএসে ৬টি ও বিডিএসে ১টি এবং আফগানিস্তানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি আসন বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে সার্ক দেশের জন্য এমবিবিএসে মোট ১১২ ও বিডিএসে ১৩, অর্থাৎ সর্বমোট ১২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলি১৩ নভেম্বর ২০২৫নন-সার্ক দেশের আসন বণ্টনে সার্ক দেশের মতো একই বৃত্তির আওতায় মিয়ানমারের জন্য এমবিবিএসে ৫টি ও বিডিএসে ২টি, ফিলিস্তিনের জন্য এমবিবিএসে ১৮ ও বিডিএসে ৩টি এবং অন্য সব দেশের জন্য এমবিবিএসে ৪৯ ও বিডিএসে ২২টি আসন বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে নন-সার্ক দেশের জন্য এমবিবিএসে ৭২ ও বিডিএসে ২৭টি, অর্থাৎ মোট ৯৯টি আসন রাখা হয়েছে।
আরও পড়ুননিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে নতুন সুযোগ দিল ১৬ নভেম্বর ২০২৫