ইরানে ১২ দিনের ইসরায়েলি হামলায় ৯৩৫ জন নিহত
Published: 1st, July 2025 GMT
ইরানে ১২ দিনের ইসরায়েলি হামলায় ৯৩৫ জন নিহত হয়েছেন। বিচার বিভাগের বরাতে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সপ্তাহখানেকের মাথায় আনুষ্ঠানিকভাবে নিহতের এ সংখ্যা জানানো হলো।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে (ইরনা) বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ১২ দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদকে শনাক্ত করা হয়েছে।’ তাঁদের মধ্যে ১৩২ নারী ও ৩৮টি শিশুও রয়েছেন।
আসগর জাহাঙ্গীর আরও জানান, রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে গত ২৩ জুন ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৭৯–এ দাঁড়িয়েছে। কারাগারটিতে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে বন্দী, পরিদর্শনে আসা আত্মীয়স্বজন ও প্রশাসনিক কর্মীরা রয়েছেন।
আরও পড়ুনইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানীসহ পরিবারের ৭ সদস্য নিহত২৪ জুন ২০২৫ইরানে ১৩ জুন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ১২ দিন ধরে চলা টানা হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীকে হত্যা করা হয়। হামলা করা হয় ইরানজুড়ে সামরিক ঘাঁটি, পারমাণবিক আর জ্বালানি স্থাপনা, এমনকি আবাসিক এলাকাগুলোতেও।
ইরানের পক্ষ থেকেও ইসরায়েলের বিভিন্ন এলাকায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তবে বেশি হামলা হয়েছে তেল আবিব শহর আর বন্দরনগরী হাইফা লক্ষ্য করে। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় দেশটিতে ২৮ জন নিহত হয়েছেন।
২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে মধ্যস্ততা করেছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুনগোপনে ইরানে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল২৭ জুন ২০২৫আরও পড়ুনএভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৭১: ইরান২০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছে: ইরান
রাজধানী তেহরানের এভিন কারাগারে গত ২৩ জুন ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান।
রবিবার (২৯ জুন) দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের শেষের দিকে, ইসরায়েল তেহরানের রাজনৈতিক বন্দীদের কারাগারে বিমান হামলা চালায়, যা প্রমাণ করে যে তারা সামরিক ও পারমাণবিক স্থাপনার বাইরেও তার লক্ষ্যবস্তু সম্প্রসারণ করেছে।
আরো পড়ুন:
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ জন নিহত
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো ৮১ ফিলিস্তিনি
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন “এভিন কারাগারে হামলায় ৭১ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে প্রশাসনিক কর্মী, সামরিক বাহিনীতে কর্মরত যুবক, বন্দী, কারাগারে বেড়াতে আসা বন্দীদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা ছিলেন।”
জাহাঙ্গীর এর জানিয়েছিলেন যে, হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ নিহত ও আহত হয়েছে। বিচার বিভাগ আরো জানিয়েছে, বাকি বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।
এভিন কারাগারে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক রাখা হয়েছে, যার মধ্যে তিন বছর ধরে আটক দুই ফরাসি নাগরিকও রয়েছে।
হামলার ঘটনার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, “তেহরানের এভিন কারাগারকে লক্ষ্য করে চালানো এই হামলা আমাদের নাগরিক সিসিল কোহলার এবং জ্যাক প্যারিসকে বিপদে ফেলেছে। এটা অগ্রহণযোগ্য।”
ঢাকা/ফিরোজ