আগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ে হচ্ছে না বহুল প্রতীক্ষিত ভারত-বাংলাদেশ সিরিজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

তবে হঠাৎ করেই সৃষ্টি হওয়া নানা জটিলতায় সিরিজটি পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ভারতীয় দল ইংল্যান্ড সফরে রয়েছে, যার কারণে সময়মতো সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না। এছাড়া আরও কিছু প্রশাসনিক ও লজিস্টিক কারণে এই পরিবর্তন আসছে।

আগে প্রকাশিত সূচি অনুযায়ী, ১৭, ২০ ও ২৩ আগস্ট এই তিনদিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজ। এরপর ২৬, ২৮ ও ৩১ আগস্ট মাঠে গড়ানোর কথা ছিল টি-টোয়েন্টি ম্যাচগুলো। তবে আপাতত এই সূচি অনুযায়ী খেলা শুরু হচ্ছে না।

ভারত-বাংলাদেশ সিরিজ মানেই ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা। ফলে হঠাৎ করে সিরিজ পিছিয়ে যাওয়ায় হয়তো হতাশা জাগবে ক্রিকেটপ্রেমীদের মাঝে। তবে সিরিজ স্থগিত হওয়ার প্রকৃত কারণ এখনো পরিষ্কার না হওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিসিবি জানিয়েছে, সিরিজটি বাতিল হয়নি, বরং নতুন তারিখ নির্ধারণের বিষয়ে দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে। খুব শিগগিরই সংশোধিত সূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগস ট

এছাড়াও পড়ুন:

ফিরলেন তৌকীর আহমেদ

দীর্ঘ বিরতির পর অভিনয় ও পরিচালনায় ফিরলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’। এর রচয়িতা, পরিচালক এবং অন্যতম অভিনেতা তিনি নিজেই। 

গত ২১ জুন থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশে নাটকটির শুটিং শুরু হয়েছে, যা চলবে ৩ জুলাই পর্যন্ত। ২৬ পর্বের এই নাটকের কাহিনি আবর্তিত হয়েছে সমাজ ও মানুষের মনস্তত্ত্ব ঘিরে।  

তৌকীর আহমেদ বলেন, “অনেক বছর পর আবার ধারাবাহিক নাটকে অভিনয় করছি। যেহেতু নিজের লেখা, চরিত্রটি ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছি।” 

এর আগে ‘রূপালি জোছনায়’, ‘শঙ্খবাস’, ‘চন্দ্রমগ্ন’, ‘জোছনাকাল’, ‘জলপরী’সহ একাধিক ধারাবাহিক নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। 

‘ধূসর প্রজাপতি’ নাটকে আরো অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, শ্যামল মাওলা, আইশা খান, মীর রাব্বি, তানজিকা আমিন, সাবিনা আজাদ ও তনুশ্রী দত্ত।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ