আগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ে হচ্ছে না বহুল প্রতীক্ষিত ভারত-বাংলাদেশ সিরিজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

তবে হঠাৎ করেই সৃষ্টি হওয়া নানা জটিলতায় সিরিজটি পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ভারতীয় দল ইংল্যান্ড সফরে রয়েছে, যার কারণে সময়মতো সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না। এছাড়া আরও কিছু প্রশাসনিক ও লজিস্টিক কারণে এই পরিবর্তন আসছে।

আগে প্রকাশিত সূচি অনুযায়ী, ১৭, ২০ ও ২৩ আগস্ট এই তিনদিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজ। এরপর ২৬, ২৮ ও ৩১ আগস্ট মাঠে গড়ানোর কথা ছিল টি-টোয়েন্টি ম্যাচগুলো। তবে আপাতত এই সূচি অনুযায়ী খেলা শুরু হচ্ছে না।

ভারত-বাংলাদেশ সিরিজ মানেই ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা। ফলে হঠাৎ করে সিরিজ পিছিয়ে যাওয়ায় হয়তো হতাশা জাগবে ক্রিকেটপ্রেমীদের মাঝে। তবে সিরিজ স্থগিত হওয়ার প্রকৃত কারণ এখনো পরিষ্কার না হওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিসিবি জানিয়েছে, সিরিজটি বাতিল হয়নি, বরং নতুন তারিখ নির্ধারণের বিষয়ে দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে। খুব শিগগিরই সংশোধিত সূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগস ট

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ