ছুরিকাঘাতে তরুণ হত্যার পর চার বাড়িতে আগুন
Published: 2nd, July 2025 GMT
পটুয়াখালীতে দশমিনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার চিংগড়িয়ায় হামলার শিকার হন ফাহিম হোসেন (১৮)। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তার বাড়ি বাউফলের নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে। হামলা থেকে তাকে রক্ষায় এগিয়ে গিয়ে ছুরিকাহত হন ফাহিমের বাবা জাকির হোসেন বয়াতী। তিনি বরিশালে চিকিৎসাধীন।
এদিকে এলাকাবাসী জানিয়েছে, বুধবার দুপুরে হামলাকারী যুবকের চার চাচার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। তবে কারা এতে জড়িত এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফাহিমের ওপর হামলার পেছনে এক মাদক কারবারির সঙ্গে বিরোধের বিষয় জানা গেছে।
নিহত ফাহিম নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের ছাত্র। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য কেনার জন্য ফাহিম পাশের ধলুফকিরের বাজারে যান। সেখানে তার সঙ্গে দেখা হয় মাদক কারবারে অভিযুক্ত শাকিল মীরের সঙ্গে। জমিসংক্রান্ত বিষয়ে তাদের পরিবারের মধ্যে বিরোধ আছে।
এ ছাড়া সম্প্রতি ফাহিম এলাকাবাসীকে জানান, শাকিল মাদকের বড় সিন্ডিকেটে জড়িত। মঙ্গলবার কৌশলে ফাহিমকে ধলুফকিরের বাজার থেকে সেতুতে নিয়ে যায়। সেখানে এসব বিষয়ে দু’জনের তর্কাতর্কি হয়। এ সময় সেতুর পূর্বপাশের চিংগড়িয়ায় নিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফাহিমকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে শাকিল। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনেরা জানায়, ফাহিমকে ছুরিকাঘাতে সংবাদ শুনে দ্রুত সেখানে ছুটে যান তাঁর বাবা জাকির হোসেন বয়াতী। এ সময় তাঁকেও ছুরি দিয়ে ১০-১২টি আঘাত করে পালিয়ে যায় শাকিল। স্থানীয় লোকজন দু’জনকে রক্তাক্ত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যান। জরুরি বিভাগের চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবা জাকিরের অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়।
এদিকে ময়নাতদন্তের পর ফাহিমের লাশ বাড়িতে আনা হলে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। বাড়ির সামনের পাকা সড়কের জানাজা শেষে মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সেখানে কাঁদতে কাঁদতে ফাহিমের চাচা মস্তফা বয়াতী বলেন, ‘ফাহিম বংশের বড় ছেলে। আমরা দুই ভাই বাচ্চাদের মানুষ করতে যখন যেই কাজ পাই.
অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
এদিকে ফাহিম নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পরলে গ্রেপ্তার আতঙ্কে মঙ্গলবার রাতেই বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় শাকিল মীরের পরিবারের সদস্যরা। তার বাবা আব্দুর রশিদ মীরের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। রশিদের ঘরসহ তাঁর ভাই সানু মীর, ছালাম মীর ও কাসেম মীরের খালি বাড়িতে বুধবার দুপুরে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে এতে কারা জড়িত, এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, নিহত ফাহিমের বাড়ি বাউফলে। কিন্তু ঘটনাস্থল দশমিনার চিংগড়িয়ায়। তারপরও এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করেছেন। দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন, সন্দেহভাজন শাকিলের চাচা শানু মীরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে হত্যা মামলা নথিভুক্ত করবেন।
পুলিশের এই দুটি কর্মকর্তাই জানিয়েছেন, বুধবার দুপুরে শাকিল ও তাঁর চাচাদের ঘর পুড়িয়ে দেওয়ার সংবাদ পেয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ র ক ঘ ত হত য আগ ন
এছাড়াও পড়ুন:
মেডিকেলে ভর্তি পরীক্ষা: বিদেশি শিক্ষার্থীদের ২২৪ আসন বরাদ্দ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিদেশি শিক্ষার্থীদের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২২৪ আসনের মধ্যে এমবিবিএস কোর্সে ১৮৪ এবং বিডিএস কোর্সের জন্য ৪০টি আসন নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২৪ আসনের মধ্যে ১২৫টি সার্ক দেশগুলোর জন্য এবং ৯৯টি আসন নন-সার্ক দেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। সার্ক ও নন-সার্ক কোটা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। নন-সার্ক কোটা সংরক্ষিত আসনে কোনো সার্ক দেশের শিক্ষার্থীকে ভর্তি করা হবে না।
আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ, ৬ খাতে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ৪ ঘণ্টা আগেসার্ক দেশের আসন বণ্টনে ভারতের জন্য এমবিবিএসে ২২ ও বিডিএসে ২টি, পাকিস্তানের জন্য এমবিবিএসে ২১টি ও বিডিএসে ২টি, নেপালের জন্য এমবিবিএসে ১৯ ও বিডিএসে ৩টি, শ্রীলঙ্কার জন্য এমবিবিএসে ১৩ ও বিডিএসে ২টি, ভুটানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি, মালদ্বীপের জন্য এমবিবিএসে ৬টি ও বিডিএসে ১টি এবং আফগানিস্তানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি আসন বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে সার্ক দেশের জন্য এমবিবিএসে মোট ১১২ ও বিডিএসে ১৩, অর্থাৎ সর্বমোট ১২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলি১৩ নভেম্বর ২০২৫নন-সার্ক দেশের আসন বণ্টনে সার্ক দেশের মতো একই বৃত্তির আওতায় মিয়ানমারের জন্য এমবিবিএসে ৫টি ও বিডিএসে ২টি, ফিলিস্তিনের জন্য এমবিবিএসে ১৮ ও বিডিএসে ৩টি এবং অন্য সব দেশের জন্য এমবিবিএসে ৪৯ ও বিডিএসে ২২টি আসন বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে নন-সার্ক দেশের জন্য এমবিবিএসে ৭২ ও বিডিএসে ২৭টি, অর্থাৎ মোট ৯৯টি আসন রাখা হয়েছে।
আরও পড়ুননিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে নতুন সুযোগ দিল ১৬ নভেম্বর ২০২৫