শেখ হাসিনার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে আরও ২ হত্যা মামলা
Published: 3rd, July 2025 GMT
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বিচার হামলা ও হত্যার অভিযোগে অভ্যুত্থানে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে।
ঘটনার ১১ মাস পর গত ২৭ ও ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলাগুলো করা হয়। গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বিষয়টি প্রকাশ করেন।
জানা গেছে, গত বছর ১৯ ও ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডাচবাংলা ব্যাংকে অগ্নিকাণ্ডে ফার্নিচার মিস্ত্রি আব্দুস সালাম ও সেলিম মণ্ডল মারা যান। এ ঘটনায় ৩০ জুন আব্দুস সালমের বড় ভাই আল আমিন এবং সেলিম মণ্ডলের ভাই ওয়াজেদ আলী পৃথক দুটি মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানসহ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ থেকে ৭০ জনকে।
এর আগে গত ২৭ জুন সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি হত্যা মামলা করেন ছাত্র আন্দোলন চলাকালে মাদানীনগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া যুবক আলাউদ্দিনের ভাই সিরাজুল ইসলাম। এতে সাবেক এমপি শামীম ওসমানসহ চারজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ছাত্র আন্দোলন চলাকালে একই দিন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সুজন খান নামে আরেক যুবক নিহতের ঘটনায় মামলা হয়। ৩০ জুন নিহতের বাবা মুনজিল খান মামলাটি করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানের র্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের্য
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।