ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বিচার হামলা ও হত্যার অভিযোগে অভ্যুত্থানে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে।

ঘটনার ১১ মাস পর গত ২৭ ও ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলাগুলো করা হয়। গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বিষয়টি প্রকাশ করেন।

জানা গেছে, গত বছর ১৯ ও ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডাচবাংলা ব্যাংকে অগ্নিকাণ্ডে ফার্নিচার মিস্ত্রি আব্দুস সালাম ও সেলিম মণ্ডল মারা যান। এ ঘটনায় ৩০ জুন আব্দুস সালমের বড় ভাই আল আমিন এবং সেলিম মণ্ডলের ভাই ওয়াজেদ আলী পৃথক দুটি মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানসহ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ থেকে ৭০ জনকে।

এর আগে গত ২৭ জুন সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি হত্যা মামলা করেন ছাত্র আন্দোলন চলাকালে মাদানীনগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া যুবক আলাউদ্দিনের ভাই সিরাজুল ইসলাম। এতে সাবেক এমপি শামীম ওসমানসহ চারজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ছাত্র আন্দোলন চলাকালে একই দিন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সুজন খান নামে আরেক যুবক নিহতের ঘটনায় মামলা হয়। ৩০ জুন নিহতের বাবা মুনজিল খান মামলাটি করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন