জেল পালানো খুনের আসামি কমলাপুর থেকে গ্রেপ্তার
Published: 8th, July 2025 GMT
রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে খুনের মামলার জেল পলাতক আসামি মঞ্জুর কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান মঞ্জুর কাদের।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার মো.
গত বছরের ৬ জুন নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ঝুমুর কান্তি বাউল (৪২) নামের এক যাত্রী ‘ঢাকা মেইল’ ট্রেনে রাজধানীতে আসার সময় দাঁড়ানো নিয়ে আরেক যাত্রী মঞ্জুর কাদেরের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ঝুমুর কান্তিকে মারধর করেন মঞ্জুর কাদের। এতে ঝুমুর কান্তি অচেতন হয়ে পড়েন এবং মারা যান।
ওই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় হওয়া মামলায় মঞ্জুর কাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি নরসিংদী জেলা কারাগারে ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর র লওয়
এছাড়াও পড়ুন:
ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৩ জনের কারাদণ্ড
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে র্যাবের হাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে র্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার
রাকসু নির্বাচন: ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব মোতায়ন
দণ্ডপ্রাপ্তরা হলেন—শায়েস্তাগঞ্জ উপজেলার বড় চর গ্রামের আব্দুন নূরের ছেলে সোহেল মিয়া (৩০), একই উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪) এবং বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ সরদারের ছেলে মো. জলিল সরদার (৪০)।
র্যাব জানায়, গোপন খবর পেয়ে বুধবার ভোরে জংশনে অভিযান চালিয়ে ট্রেনের বিপুল সংখ্যক টিকিটসহ তিনজনকে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করেন। দুপুরে র্যাব তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়।
ঢাকা/মামুন/রফিক