‎‎নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে কুমারী পুজায় রামকৃষ্ণ মিশন আশ্রমে অংশগ্রহনে করতে আসা দর্শনাথীদের মাঝে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিশুদ্ধ ৫ হাজার বোতলজাত পানি বিতরণ করেন প্রাইম ওয়াসিন প্রাল্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে এ পানি বিতরণ করা হয়। ‎‎ 

‎এসময় জহির আহমেদ সোহেল বলেন, আমার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুল এই রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা কমিটির একজন মেম্বার ছিলেন। ‎তিনি পূজা উপলক্ষে হিন্দু ভাই বোনদের তৃষ্ণা মিটানোর জন্য আমার বড় ভাই আমাকে দায়িত্ব দিয়েছেন কোন রকম জাতে বিশৃঙ্খলা না হয়। এই গরমে যাতে তৃষ্ণা মিটে  এবং কেউ যাতে অসুস্থ না হয়ে পড়ে। এদিকে খেয়াল রাখার জন্য।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র আহম দ

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ