চুয়াডাঙ্গায় অবৈধ ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু, দুই ঘণ্টা রেলপথ অবরোধ
Published: 8th, July 2025 GMT
চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোটরসাইকেল চালিয়ে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জীবন আলী (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার মোমিনপুর ইউনিয়নের আামিরপুরে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
নিহত জীবন আলী আমিরপুর গ্রামের আরমান মণ্ডলের ছেলে। দুর্ঘটনার সময় ট্রেনের ইঞ্জিনে জড়িয়ে জীবন আলীর লাশ ঘটনাস্থল থেকে অন্তত ১০০ মিটার দূরে এবং মোটরসাইকেলটি এক কিলোমিটার দূরে টেংরামারী গ্রাম পর্যন্ত টেনে নিয়ে যায়। সেখানে ট্রেন থামিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এদিকে আমিরপুরে রেল ক্রসিংয়ে স্থায়ীভাবে রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবিতে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থামিয়ে প্রায় দুই ঘণ্টা রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর দাবি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ বিকেলে আমিরপুর গ্রামের জীবন আলী মোটরসাইকেল নিয়ে রেলক্রসিংয়ে আসেন। চুয়াডাঙ্গা থেকে একটি ট্রেন আলমডাঙ্গা অভিমুখে চলে যাওয়ার পরপরই তিনি ডানে-বাঁয়ে না তাকিয়েই মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হতে যান। তখন চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় জীবন আলী ঘটনাস্থলেই নিহত হন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি টেনে প্রায় এক কিলোমিটার দূরে টেংরামারী গ্রাম পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু প্রথম আলোকে বলেন, নিহত জীবন আলীর চাচাতো ভাই শাহীনুর রহমানের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৩ জনের কারাদণ্ড
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে র্যাবের হাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে র্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার
রাকসু নির্বাচন: ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব মোতায়ন
দণ্ডপ্রাপ্তরা হলেন—শায়েস্তাগঞ্জ উপজেলার বড় চর গ্রামের আব্দুন নূরের ছেলে সোহেল মিয়া (৩০), একই উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪) এবং বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ সরদারের ছেলে মো. জলিল সরদার (৪০)।
র্যাব জানায়, গোপন খবর পেয়ে বুধবার ভোরে জংশনে অভিযান চালিয়ে ট্রেনের বিপুল সংখ্যক টিকিটসহ তিনজনকে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করেন। দুপুরে র্যাব তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়।
ঢাকা/মামুন/রফিক