অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি :
Published: 25th, July 2025 GMT
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি। গত একবছর ধরে তারা গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই হেটে,ছেন। একারণে মানুষের আশা আবারও হতাশায় নিমজ্জিত হতে শুরু করেছে। গত একবছরে বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বিদ্যমান নৈরাজ্য ও মব সন্ত্রাস চলতে দিলে দেশ অচিরে বড় বিপর্যয়ে নিক্ষিপ্ত হবে।এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তাও বিপজ্জনক মোড় নেবে, গণতান্ত্রিক উত্তরণ কঠিন হবে।
তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিসহ 'অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর রয়েছে, কেউ কেউ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে বসে আছে। তাদের লক্ষ্য আমাদের গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার ব্যর্থ করে দেয়া।
তিনি বলেন,প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সরকারও নিজেকে ব্যর্থ করে তুলছে।রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনের সরকার বিস্ময়করভাবে নিজেদেরকে দুর্বল ও অকার্যকরী করে তুলছে।
তিনি বলেন,সরকার নিজের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে জাতীয় নির্বাচনও বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে।তিনি বিচার ও সংস্কারের ধারায় আগামী ফেব্রুয়ারিতে সরকারকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি রাজনৈতিক দলসমূহের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতা যাতে হিংসাশ্রয়ী বৈরীতায় পর্যবসিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি বলেন, আমরা অবশ্যই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্টের আগেই আমরা দেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষে জাতীয় সমঝোতা সনদ সাক্ষর করতে পারব।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানে নারীদের বড় অংশগ্রহণ থাকলেও গণ-অভ্যুত্থান নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারেনি।গত কমাসে নারী বিদ্বেষী তৎপরতায় নারীরা আরও বিপন্ন হয়েছে। তিনি নারী বিদ্বেষী সকল তৎপরতা অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ-] অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী শহীদ হলেও তারাই এখনো সবচেয়ে বঞ্চিত ও নিপীড়নের শিকার।তিনি বলেন,শ্রমিকদেরকে অভূক্ত রেখে গণ- অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করা যাবেনা।
রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনে ক্ষমতায় থাকলেও মানুষের কাছে তারা সবচেয়ে দূর্বল সরকার হিসাবে টিকে আছে।এই সুযোগে লুটপাটের পুরানো ধারা আবার ফিরে এসেছে।লুটপাট ও দখলদারিত্বের এই ধারা অবশ্যই বন্ধ করতে হবে।
আনছার আলী দুলাল বলেন, এই সরকার জনগণের কাছে দেয়া তাদের ওয়াদা রাখতে পারছেনা।সরকারকে অবশ্য তাদের দায়িত্ব পালন করতে হবে।
সভার সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন গণঅভ্যুত্থানে পার্টির শহীদসহ সকল শহীদ এবং মাইলষ্টোন স্কুলে নিহত ও আহতদের পরিবারসমূহের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং নিহত পরিবারদের উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার জন্যও সরকারের প্রতি দাবী জানান।
পার্টির জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, রাশিদা বেগম, মীর রেজাউল আলম, জুলাই যোদ্ধা সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাসেল, এডভোকেট ফায়েজুর রহমান মনির, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সুমন হাওলাদার, আইয়ুব আলী প্রমুখ।
সভার শুরুতে জুলাই শহীদ সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ গণঅভ য ত থ ন র জন ত ক প র র জন ত ক সরক র
এছাড়াও পড়ুন:
জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদ হতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যে সরকার আসুক এই সদন বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে।”
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের রাজবাড়ি সড়কে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর বিকল্প আমরা দেখতে চাই না। সরকার সনদের খসড়া প্রকাশ করেছে। জুলাই সনদ শুধু সংস্কার হলে হবে না, এটি কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে ঐক্যমত হতে হবে।”
আরো পড়ুন:
ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না: নাহিদ
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ
তিনি বলেন, “আমরা আশা করছি, ৫ আগস্টের আগেই অন্তবর্তীকালীন সরকার এবং সব রাজনৈতিক দল জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবেন। আমরা সবাই মিলে আকাঙ্ক্ষিত গণঅভ্যুত্থানের একবছর উদযাপন করতে পারব।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মো. মহসিন উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ।
এনসিপির পথসভাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন মোড়ে ও সমাবেশস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। রাজবাড়ীর সড়কে বন্ধ থাকে সব ধরনের যান চলাচল।
এর আগে, এনপিপির কেন্দ্রীয় নেতরা টাঙ্গাইলের পথসভা শেষে গাজীপুরে কালিয়াকৈরে উপজেলা হয়ে শ্রীপুর উপজেলার মাওনা যান। সেখানে বিকেলে পথসভা শেষে গাজীপুর শহরের রাজবাড়িতে আসেন তারা।
ঢাকা/রেজাউল/মাসুদ