মার্কিন টিভি অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন। শনিবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৩ বছর। সিএনএন এ খবর প্রকাশ করেছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) কেলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, “অপরিসীম দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় কেলির মৃত্যুর খবর ঘোষণা করছি। এমন এক উজ্জ্বল, উষ্ণ আলো পরপারে পাড়ি জমিয়েছে, একসময় যেখানে আমাদের সবাইকেই পৌঁছাতে হবে।” 

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, পোস্ট-অ্যাপোক্যালিপটিক জম্বি ড্রামা ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন কেলি। দীর্ঘদিন ধরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গ্লিওমা নামক এক ধরনের টিউমারের সঙ্গে লড়াই করছিলেন কেলি ম্যাক। গ্লিওমা হলো একটি টিউমার যা মস্তিষ্ক বা মেরুদণ্ডে হয়ে থাকে। 

আরো পড়ুন:

জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন

লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের (ভিডিও)

সহকর্মী, বন্ধু এবং ভক্ত-অনুরাগীরাও কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন। যারা তাকে ‘প্রতিভাবান’ এবং ‘সুইট সোল’ বলে মন্তব্য করছেন। ‘দ্য ওয়ার্কিং ডেড’ সিরিজে কেলির সহকর্মী ছিলেন আলানা মাস্টারসন। এ অভিনেত্রী লেখেন, “আমি খুব গর্বিত শেষ পর্বে একসঙ্গে লড়াই করেছি।” 

অভিনয় ছাড়াও বিজ্ঞাপন ও ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন কেলি। ‘ড.

পেপার’, ‘রজ স্টোর’, ‘ডেইরি কুইন’, ‘চিক-ফিল-আ’-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন এই অভিনেত্রী। ছোটবেলায় জন্মদিনে ছোট একটি ভিডিও ক্যামেরা উপহার পান কেলি। তারপর থেকেই তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

কালীগঞ্জ থানায় কনস্টেবলকে রাজকীয় বিদায় সংবর্ধনা

গাজীপুরের কালীগঞ্জ থানায় মো. আফছার উদ্দিন নামের এক পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন তার সহকর্মীরা। ২৫ বছরের কর্মজীবন শেষে বিদায়বেলায় সহকর্মীদের ভালোবাসায় আপ্লুত তিনি। আফছার উদ্দিনের চাকরিজীবন শুরু হয়েছিল গাজীপুরে, শেষও হলো এ জেলাতেই। গত ৩১ জুলাই (মঙ্গলবার) ছিল মো. আফছার উদ্দিনের শেষ কর্মদিবস।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কালীগঞ্জ থানা প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে আফছার উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিদায়ী সহকর্মীকে থানা ভবন থেকে প্রাইভেটকার পর্যন্ত নিয়ে যান পুলিশের সদস্যরা। গাড়িটি আগে থেকেই ফুলে সাজানো ছিল। 

আফছার উদ্দিন টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া গ্রামের মৃত শহিদ আলীর ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনিই বড়। ২০০০ সালের ১২ ফেব্রুয়ারি গাজীপুর আর্মড পুলিশ ব্যাটালিয়নে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় তার কর্মজীবন। এর পর নেত্রকোনা, পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) বিভিন্ন ইউনিটে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

আরো পড়ুন:

টাঙ্গাইলে বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

শেষ কর্মস্থল কালীগঞ্জ থানায় তার অবদানের স্বীকৃতি হিসেবে এ ব্যতিক্রমী আয়োজন করা হয় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এ আয়োজনের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, সেকেন্ড অফিসার মাসুদ রানা শামীম, সব এসআই, এএসআইসহ অন্য সদস্যরা।

অনুষ্ঠানে আফছার উদ্দিনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়। সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় আপ্লুত আফছার উদ্দিন বলেছেন, “চাকরি জীবনের শেষে এমন বিদায় পাব, কখনো ভাবিনি। সহকর্মীদের এ সম্মান আমার জীবনের বড় অর্জন। চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের। হয়ত সেটাই তাদের ভালো লেগেছে। গাজীপুর দিয়েই আমার চাকরি শুরু, গাজীপুরেই শেষ— এটাও আমার জন্য গর্বের।”

আফছার উদ্দিন এক ছেলে ও এক মেয়ের বাবা। ছেলে মিরপুর বাংলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং মেয়ে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল থেকে সদ্য এসএসসি পাস করেছে। 

ওসি মো. আলাউদ্দিন বলেছেন, “আফছার উদ্দিনের সততা, দায়িত্ববোধ ও সহকর্মীসুলভ আচরণ ছিল সবার জন্য শিক্ষনীয়। তার অবসরে যাওয়াকে আমরা সম্মানের সঙ্গে স্মরণীয় করে রাখতে চেয়েছি।”

ঢাকা/রফিক সরকার/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • কালীগঞ্জ থানায় কনস্টেবলকে রাজকীয় বিদায় সংবর্ধনা