দেশে আজ বুধবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টায় এক শিশুসহ তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ওই তিনজনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ছেলেশিশু (১০), ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এক নারী (৪০) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক পুরুষ (৭২) মারা যান।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৪। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন। আর মহানগরের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে যথাক্রমে ৫০, ৩৯, ৩০, ১৪ ও ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে ৫৭ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৪ শতাংশ নারী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৮১২ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪০৯ জনসহ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৪৬১ জন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন