আবারও বড় ধাক্কা খেল ম্যান সিটি, মৌসুম শুরুর আগেই দুঃসংবাদ
Published: 10th, August 2025 GMT
মৌসুম শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল ম্যানচেস্টার সিটি। ক্লাবের কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন, প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুতে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদ্রি মাঠে নামতে পারছেন না। ক্লাব বিশ্বকাপে চোট পাওয়ার পর সেরে ওঠার লড়াই এখনো চলছে রদ্রির।
২০২৪-২৫ মৌসুমের শুরুতেই হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুমই মাঠের বাইরে ছিলেন রদ্রি। মৌসুমের শেষ দিকে মাত্র সাত মিনিটের এক ঝলক দেখা গিয়েছিল তাঁকে। এরপর ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ খেললেন, আর ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডারকে নিয়ে প্রশংসার বন্যা বইল—হতাশাজনক মৌসুমের পর গার্দিওলার দলকে কিছুটা স্বস্তিও এনে দিয়েছিলেন।
কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না রদ্রির। আল হিলালের বিপক্ষে শেষ ষোলোয় বেঞ্চ থেকে নেমেছিলেন, কিন্তু অতিরিক্ত সময়ে চোট পেয়ে আবার মাঠ ছাড়তে হয়। এবার সমস্যাটা কুঁচকিতে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।