আবারও বড় ধাক্কা খেল ম্যান সিটি, মৌসুম শুরুর আগেই দুঃসংবাদ
Published: 10th, August 2025 GMT
মৌসুম শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল ম্যানচেস্টার সিটি। ক্লাবের কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন, প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুতে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদ্রি মাঠে নামতে পারছেন না। ক্লাব বিশ্বকাপে চোট পাওয়ার পর সেরে ওঠার লড়াই এখনো চলছে রদ্রির।
২০২৪-২৫ মৌসুমের শুরুতেই হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুমই মাঠের বাইরে ছিলেন রদ্রি। মৌসুমের শেষ দিকে মাত্র সাত মিনিটের এক ঝলক দেখা গিয়েছিল তাঁকে। এরপর ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ খেললেন, আর ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডারকে নিয়ে প্রশংসার বন্যা বইল—হতাশাজনক মৌসুমের পর গার্দিওলার দলকে কিছুটা স্বস্তিও এনে দিয়েছিলেন।
কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না রদ্রির। আল হিলালের বিপক্ষে শেষ ষোলোয় বেঞ্চ থেকে নেমেছিলেন, কিন্তু অতিরিক্ত সময়ে চোট পেয়ে আবার মাঠ ছাড়তে হয়। এবার সমস্যাটা কুঁচকিতে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৈয়দপুরে কুকুরের কামড়ে আহত ১১ পথচারী
নীলফামারীর সৈয়দপুর শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েই চলেছে। অবাধে ঘুরে বেড়ানো এসব কুকুরের কামড়ে ১১ জন পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে শহরের পাঁচমাথা মোড়, গোয়ালপাড়া ও কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল রাতে হঠাৎ করেই দলবদ্ধ কুকুর পথচারীদের আক্রমণ করে। এতে আহত ১১ জনকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কুকুরের কামড়ে আহত দোকানদার গোলাম রব্বানী বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ কুকুর কামড়ে দেয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নুর-ই–আলম সিদ্দিকী বলেন, ‘পৌর এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে, আমরা তা জানি। তবে হাইকোর্টে রিট থাকায় পৌরসভা কর্তৃক নিধন বা নিয়ন্ত্রণের সুযোগ নেই। আইন মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’