প্রথমার্ধ শেষে: বাংলাদেশ ১, দ. কোরিয়া ১
Published: 10th, August 2025 GMT
নারী অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সোনালী ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিকেল ৩টায় ‘এইচ’ গ্রুপের এই ম্যাচটি মাঠে গড়িয়েছে। এই ম্যাচে ১ পয়েন্ট পেলেই গড়বে ইতিহাস। প্রথমবারের মতো খেলবে মূলপর্বে।
ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। উভয় দল একটি করে গোল করে ১-১ এর সমতা নিয়ে বিরতিতে গিয়েছে।
লাওসের ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে লিড নেয় বাংলাদেশ। এ সময় ওয়ান টু ওয়ান করে আক্রমণে ওঠেন সাগরিকা ও শান্তি মার্ডি। ডি বক্সের কাছাকাছি গিয়ে ডানদিকে মার্ডিকে বল বাড়িয়ে দেন সাগরিকা। মার্ডি বক্সের মধ্যে ঢুকে বাম পায়ে দূরের পোস্টে শট নেন। সেটি ফেরান দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক হায়েবিন। কিন্তু বল চলে যায় শ্রীমতি তৃষ্ণার কাছে। তৃষ্ণা আলতো টোকায় বল জালে জড়িয়ে এগিয়ে নেন বাংলাদেশকে।
আরো পড়ুন:
৭৫০ কোটিতে লিভারপুল ছেড়ে আল-হিলালে নুনেজ
আজ ১ পয়েন্ট পেলেই বাংলাদেশের মেয়েরা গড়বে ইতিহাস
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা। ১৯ মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন কোরিয়ার ১০ নম্বর জার্সধারী খেলোয়াড় লি হায়েউন। এরপর উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণের পসরা সাজালেও জালের নাগাল পায়নি। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের লড়াই।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমাদের দৃষ্টিতে পিআর একটি উদ্ভট ব্যবস্থা: সেলিমুজ্জামান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক দল পিআর পদ্ধতি চাচ্ছে। আমাদের দেশের ৯৮ ভাগ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই।”
তিনি বলেন, “পিআর পদ্ধতিতে আমার ভোটে কে নির্বাচিত হলো তা জানাতে পারব না। এ কারণে আমাদের দৃষ্টিতে এটি একটি উদ্ভট ব্যবস্থা। এই ব্যবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই।”
আরো পড়ুন:
সবার সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে: শিমুল
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমার নদে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশের জন্য এখন নির্বাচিত সরকারের প্রয়োজন। এ জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মো. আনোয়ার হোসেন। এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ দলটির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/বাদল/মাসুদ