৬ বছরের আক্ষেপ মিটিয়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
Published: 11th, August 2025 GMT
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে শেষবার ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ছয় বছরের শূন্যতা কাটিয়ে ক্যারিবীয়রা ফিরল জয়ের স্বাদে। ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে (ডিএল মেথড) ৫ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল শাই হোপের দল।
এর কয়েকদিন আগেই তারা টি-টোয়েন্টিতে আট বছরের জয়খরা ভেঙেছিল। এবার সেই ধারাবাহিকতায় ওয়ানডেতেও প্রতিপক্ষের বিপক্ষে দীর্ঘদিনের হতাশা ঘোচাল ক্যারিবীয়রা।
ব্রায়ান লারা স্টেডিয়ামে রোববার রাতে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ১৮১। রান তাড়ায় নেমে ১২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রোস্টন চেজ ও শেরফেন রাদারফোর্ডের দায়িত্বশীল জুটি দলকে ফেরায় ম্যাচে।
আরো পড়ুন:
দাপুটে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
ফাইনালে দ.
পরে অধিনায়ক শাই হোপের সঙ্গে রাদারফোর্ড যোগ দিলে ম্যাচ আরও সহজ হয়ে যায়। ১০৭ রানে ৫ উইকেট হারানোর পর চেজ ও কেইসি গ্রিভস ষষ্ঠ উইকেটে ৭২ বলে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি গড়ে ১০ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন।
ব্যাট হাতে ৪৯ রানে অপরাজিত থেকে এবং বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেন রোস্টন চেজ। পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ অপরাজিত ৩৬ এবং হুসেইন তালাত ৩১ রান করেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ৩ উইকেট নিয়ে ম্যাচের শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেন।
তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। শেষ ম্যাচ তাই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল, যা অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ব্রায়ান লারা স্টেডিয়ামে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রায় ঘোষণার পর জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে তারা রায়কে স্বাগত জানান।
এদিকে, রায় ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।
ঢাকা/রাজীব