দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে শেষবার ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ছয় বছরের শূন্যতা কাটিয়ে ক্যারিবীয়রা ফিরল জয়ের স্বাদে। ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে (ডিএল মেথড) ৫ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল শাই হোপের দল।

এর কয়েকদিন আগেই তারা টি-টোয়েন্টিতে আট বছরের জয়খরা ভেঙেছিল। এবার সেই ধারাবাহিকতায় ওয়ানডেতেও প্রতিপক্ষের বিপক্ষে দীর্ঘদিনের হতাশা ঘোচাল ক্যারিবীয়রা।

ব্রায়ান লারা স্টেডিয়ামে রোববার রাতে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ১৮১। রান তাড়ায় নেমে ১২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রোস্টন চেজ ও শেরফেন রাদারফোর্ডের দায়িত্বশীল জুটি দলকে ফেরায় ম্যাচে।

আরো পড়ুন:

দাপুটে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

ফাইনালে দ.

আফ্রিকাকে ২৭০ রানের টার্গেট দিলো যুবারা

পরে অধিনায়ক শাই হোপের সঙ্গে রাদারফোর্ড যোগ দিলে ম্যাচ আরও সহজ হয়ে যায়। ১০৭ রানে ৫ উইকেট হারানোর পর চেজ ও কেইসি গ্রিভস ষষ্ঠ উইকেটে ৭২ বলে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি গড়ে ১০ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন।

ব্যাট হাতে ৪৯ রানে অপরাজিত থেকে এবং বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেন রোস্টন চেজ। পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ অপরাজিত ৩৬ এবং হুসেইন তালাত ৩১ রান করেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ৩ উইকেট নিয়ে ম্যাচের শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেন।

তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। শেষ ম্যাচ তাই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল, যা অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ব্রায়ান লারা স্টেডিয়ামে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ