৬ বছরের আক্ষেপ মিটিয়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
Published: 11th, August 2025 GMT
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে শেষবার ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ছয় বছরের শূন্যতা কাটিয়ে ক্যারিবীয়রা ফিরল জয়ের স্বাদে। ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে (ডিএল মেথড) ৫ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল শাই হোপের দল।
এর কয়েকদিন আগেই তারা টি-টোয়েন্টিতে আট বছরের জয়খরা ভেঙেছিল। এবার সেই ধারাবাহিকতায় ওয়ানডেতেও প্রতিপক্ষের বিপক্ষে দীর্ঘদিনের হতাশা ঘোচাল ক্যারিবীয়রা।
ব্রায়ান লারা স্টেডিয়ামে রোববার রাতে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ১৮১। রান তাড়ায় নেমে ১২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রোস্টন চেজ ও শেরফেন রাদারফোর্ডের দায়িত্বশীল জুটি দলকে ফেরায় ম্যাচে।
আরো পড়ুন:
দাপুটে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
ফাইনালে দ.
পরে অধিনায়ক শাই হোপের সঙ্গে রাদারফোর্ড যোগ দিলে ম্যাচ আরও সহজ হয়ে যায়। ১০৭ রানে ৫ উইকেট হারানোর পর চেজ ও কেইসি গ্রিভস ষষ্ঠ উইকেটে ৭২ বলে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি গড়ে ১০ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন।
ব্যাট হাতে ৪৯ রানে অপরাজিত থেকে এবং বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেন রোস্টন চেজ। পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ অপরাজিত ৩৬ এবং হুসেইন তালাত ৩১ রান করেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ৩ উইকেট নিয়ে ম্যাচের শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেন।
তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। শেষ ম্যাচ তাই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল, যা অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ব্রায়ান লারা স্টেডিয়ামে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ‘ওয়্যারলেস টেকনিশিয়ান/ওয়্যারলেস মেকানিক’ পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ১৬ আগস্ট ২০২৫ তারিখে হতে যাওয়া নির্ধারিত পরীক্ষা অনিবার্য কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। এ পরীক্ষা ২৩ আগস্ট ২০২৫ (শনিবার) অনুষ্ঠিত হবে।
লিখিত (রচনামূলক) পরীক্ষার সময়সূচিপরীক্ষার তারিখ ও সময়: ২৩ আগস্ট ২০২৫ (শনিবার), বেলা ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত।
পরীক্ষাকেন্দ্র: প্রশিক্ষণ একাডেমি ভবন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (reb.gov.bd) এবং নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪১০ আগস্ট ২০২৫পরীক্ষার্থীদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা* প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। brcb.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে সংগ্রহ করতে হবে।
* ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্রেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। পরীক্ষার নতুন তারিখ ব্যতীত প্রবেশপত্রের অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুনঅবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি ৮ ঘণ্টা আগে* পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।
* প্রার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে প্রার্থীদের নিজ নিজ আসনে উপস্থিত হতে হবে।
* পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, স্বাস্থ্য সহকারীসহ ৫ পদে নেবে ২১০৯ ঘণ্টা আগে