সাবেক প্রেমিক অক্ষয়ের বিশ্বাসঘাতকতা, শিল্পার বড় অভিযোগ
Published: 11th, August 2025 GMT
নব্বই দশকের শেষের দিকে অক্ষয় কুমার আর শিল্পা শেঠির প্রেম ছিল তুমুল চর্চার বিষয়। পত্রিকা আর সাময়িকীর পাতা খুললেই দুই তারকার প্রেম নিয়ে নানা কাহিনি চোখে পড়ত। তবে ‘ধাড়কান’ সিনেমার শুটিংয়ে তাদের প্রেম ভেঙে যায়। যা নিয়ে চিন্তিত ছিলেন সিনেমার পরিচালক। ভেবেছিলেন, এটা হয়তো তাঁর সিনেমার ব্যবসায় প্রভাব ফেলবে। তবে সেটা হয়নি, বক্স অফিসে হিট হয় ছবিটি। আজ ‘ধাড়কান’ মুক্তির ২৫ বছর। এ উপলক্ষে ফিরে দেখা যাক শিল্পা আর অক্ষয়ের বাস্তবের প্রেমের গল্প।
প্রেম, বিশ্বাসভঙ্গ আর টুইঙ্কেলের আগমন
অক্ষয় ও শিল্পার প্রেমের শুরু হয়েছিল ‘ম্যায় খিলাড়ি তু আনারি’ ছবির শুটিংয়ে। প্রকাশ্যে তাঁদের ভালোবাসা ছিল স্পষ্ট—অনুষ্ঠান, পার্টি, রেড কার্পেট—সব জায়গায় তাঁরা ছিলেন একসঙ্গে। কিন্তু হঠাৎই এ সম্পর্ক ভেঙে যায়, যখন শিল্পা জানতে পারেন অক্ষয় একই সময় টুইঙ্কেল খান্নার সঙ্গে সম্পর্ক করছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ