রাজশাহীতে কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার
Published: 13th, August 2025 GMT
রাজশাহীর মোহনপুরে কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এবং গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাতদলের সদস্য সাজেদুল শেখ (৩৫) এবং মো. রুবেলকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহীতে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির পুলিশ সুপার (এসপি) এ এ এম হুমায়ুন কবীর।তিনি জানিয়েছেন, গত ৭ আগস্ট
মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত-পা বেঁধে ডাকাতি করা হয়। ওই দিনেই কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ মোহনপুর থানায় মামলা করে। ডাকাতরা ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার এবং নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যায়।
এসপি এ এ এম হুমায়ুন কবীর জানান, ডাকাতি সংঘটিত হওয়ার পর অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিআইডি তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের পিপলুবাড়িয়া এলাকার সাজেদুল এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোটিয়ার রুবেলকে ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, সিরাজগঞ্জের বেলকুচির সাদেক এবং তার ছেলে হাসান ঢাকায় থেকে এ ডাকাতদল পরিচালনা করেন। তাদের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল ট্রাক নিয়ে সারা দেশের কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তামার তার ডাকাতি করেন। এই দলেরই ১৪ জন মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে ডাকাতিতে অংশ নেন। এ ঘটনার সাথে জড়িত ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
রাজশাহীতে ডাকাতিতে অংশ নেওয়া ডাকাতদলের ৮ সদস্য নাটোর চিনিকলেও ডাকাতির সঙ্গে জড়িত। এই গ্রুপটি রংপুর চিনিকলে ডাকাতিরও প্রস্তুতি নিচ্ছিল। ডাকাত চক্রের সদস্যদের অধিকাংশ সিরাজগঞ্জের বাসিন্দা। এই চক্রের দুজন সারা দেশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন। পরে দলের প্রধান বাবা ও ছেলে ডাকাতির স্থান নির্ধারণ করে নির্দেশনা দেন। একটি ডাকাতির ঘটনায় ১০ থেকে ১৫ জন অংশ নেন। এর বিনিময়ে প্রত্যেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা পারিশ্রমিক পান।
ডাকাতির জন্য দলের সদস্যরা দুটি নম্বরবিহীন পিকআপ ভ্যান ব্যবহার করেন। মোবাইল ফোন এবং সিম একবার ব্যবহার করে ফেলে দেন। এই দলের সদস্যদের অধিকাংশের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। গ্রেপ্তার দুজনকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
ঢাকা/কেয়া/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ র সদস য ম হনপ র ড ক তদল স আইড
এছাড়াও পড়ুন:
যশোরে অতিবর্ষণে ভেসে গেছে ১৩৪ কোটি টাকার মাছ
পোনা উৎপাদন ও মাছ চাষে দেশের প্রথম স্থানে রয়েছে যশোরের অবস্থান। জেলাটিতে অতিবর্ষণে এবার মৎস্য খাতে ১৩৩ কোটি ৪৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। টানা ভারি বর্ষণে মাছের ঘের, পুকুর ও বিল তলিয়ে এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস।
মাছ চাষিদের ভাষ্য, গত ৪ দশকের মধ্যে এবার ক্ষতির রেকর্ড ছাড়িয়ে গেছে। এর ফলে মৎস্য খাতে চাহিদার তুলনায় যশোরে উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিপুল পরিমাণ এই অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা দাবি করেছেন তারা।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলার আট উপজেলায় ৬ হাজার ২১৯টি মৎস্য খামার ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ১২৭টি, অভয়নগরে ৩৪০টি, ঝিকরগাছায় ৩৬০টি, মণিরামপুরে ৫৪০টি, কেশবপুরে ২৬০টি, শার্শায় ১ হাজার ৩২টি, চৌগাছা ও বাঘারপাড়ায় ২৮০টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরো পড়ুন:
স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ১৮ আগস্ট
মাছ ছিনতাইয়ের মামলায় সাবেক এমপির ছেলে কারাগারে
ক্ষতিগ্রস্ত চাষি রয়েছেন ৫ হাজার ৪০৮ জন। এর মধ্যে সদরে ২ হাজার ৮৯৩ জন, অভয়নগরে ৩১৫ জন, ঝিকরগাছায় ৩৬০ জন, মণিরামপুরে ৫১০ জন, কেশবপুরে ১৯০ জন, শার্শায় ৭৬০ জন, চৌগাছায় ১৬০ জন ও বাঘারপাড়ায় ২২০ জন। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৪ হাজার ৭৮১ হেক্টর।
ভারি বর্ষণে পুকুর, ঘের ও বিল তলিয়ে ৫ হাজার ৩৪১ টন মাছ ও ৮৩০ লাখ পোনা ভেসে গেছে। ফলে মাছে ১০৪ কোটি ৮ লাখ ও পোনায় ১৮ কোটি ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকার।
বিগত ৪৭ বছরে জেলায় মৎস্য খাতে এমন ক্ষতি কখনো হয়নি বলে জানিয়েছেন ফিরোজ মৎস্য হ্যাচারির সত্ত্বাধিকারী ফিরোজ খান। তিনি বলেন, “১৯৭১ সালে পর এই প্রথম এমন ভারি বর্ষণের মুখোমুখি হতে হয়েছে কৃষকদের। ফলে ক্ষতির পরিমাণ আমাদের ধারণার বাইরে চলে গেছে। যদি কয়েক বছর এভাবেই চলতে থাকে, তাহলে চাষিরা আর মাছ চাষ করবে না।”
তিনি আরো বলেন, “কৃষিতে সরকার প্রচুর পরিমাণ প্রণোদনা দিলেও মৎস্যখাতে সরকারের কোনো নজর নেই। অথচ আমরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত।”
যশোর জেলা মৎস্য চাষি সমিতির সভাপতি জাহিদুর গোলদার বলেন, “একদিকে খাবারের দাম বেশি, অন্যদিকে অতিবৃষ্টি ও অতিরিক্ত খরা। সবমিলিয়ে বিগত ৮ থেকে ১০ বছর চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
তিনি বলেন, “মাছের খাবারের দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। আবার কৃষি থেকে আমাদের শিল্পখাতে উন্নিত করে বিদ্যুৎ বিলের ভার চাপিয়ে দেওয়া হয়েছে। একসময় কৃষি হিসেবে এই খাতে বিদ্যুৎ ছিলো ২ টাকা ৪৫ পয়সা রেট। এখন আমাদের বিল দিতে হয় ১৫ থেকে ২০ টাকা রেটে। এ বছর কৃষকরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা প্রয়োজন।”
জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর রেকর্ড পরিমাণ ক্ষতি হয়েছে। ফলে কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ে আমরা আবেদন করেছি। তবে এখনো আশানুরূপ সাড়া মেলেনি। তবে বিদ্যুতের রেট কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
যশোর জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, বিগত ২০২৩-২৪ অর্থবছরে যশোর জেলায় মোট ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছিল। এর বিপরীতে জেলার নিজস্ব চাহিদা ছিল প্রায় ৬৫ হাজার মেট্রিক টন। ফলে নিজেদের চাহিদা মিটিয়েও জেলায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টনেরও বেশি মাছ উদ্বৃত্ত ছিল, যা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়েছিল।
ঢাকা/প্রিয়ব্রত/মেহেদী