নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটুর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিষ্টার মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৯০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এরআগে অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটুর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিষ্টার মেহেদী হাসান বলেন, শুধু মাত্র পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য খেলাধুলার প্রতি দৃষ্টি দিতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশ এখন খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমাদের ক্রিকেট এবং নারী ফুটবল নিয়ে গৌরব বোধ করতে পারি। এথলেট ও সাঁতার নিয়ে প্রশিক্ষন বাড়াতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো কে এগিয়ে আসতে হবে। 

বিশেষ অতিথি ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু বলেন, খেলাধুলায় আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে মেয়েরা ফুটবলে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ান  হচ্ছে। আমাদের ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে। 

তিনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দেয়ার জন্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও সাবেক পিপি এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য এডভোকেট নবী হোসেন ও  প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক র ব তরণ আম দ র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন