শ্রীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, সন্তান নিয়ে পলাতক স্বামী
Published: 13th, August 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে মোছা. আসমা আক্তার (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী আব্দুল রশিদ পলাতক রয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।
আসমা নেত্রকোনার সদর উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের মো. সবুজ মিয়ার মেয়ে ও শ্রীপুরের বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসচালক আব্দুল রশিদের স্ত্রী। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। এ দম্পতির দুই শিশু সন্তান রয়েছে।
আরো পড়ুন:
রাঙামাটিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
নিহতের ছোট বোন আরিফা আক্তার জানান, সম্প্রতি তার দুলাভাই আরেকটি বিয়ে করেন। এ নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ ও মারধরের ঘটনা ঘটত। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খবর পান, বোনকে হত্যা করে দুলাভাই দুই সন্তান নিয়ে পালিয়েছেন।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে রাতে শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/রফিক/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ন হত
এছাড়াও পড়ুন:
রায় ঘোষণার পর জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে তারা রায়কে স্বাগত জানান।
এদিকে, রায় ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।
ঢাকা/রাজীব