ইংলিশ লিগ কাপে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল দুর্দান্তভাবে। কিন্তু শেষটা হলো হতাশায়। বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর গোলেও ভাগ্য সহায় হলো না লেস্টারের। নির্ধারিত সময় শেষে ২-২ সমতায় থামলেও টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে চলে গেল হাডার্সফিল্ড টাউন।

ম্যাচের ৫৪ মিনিটে অধিনায়ক হিসেবে মাঠে নামা হামজা দুর্দান্ত এক দূরপাল্লার শটে বল পাঠান জালে। ক্লাব ক্যারিয়ারে এটি তার মাত্র দ্বিতীয় গোল। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১১ মিনিট পর ডিওন চার্লসের নেওয়া পেনাল্টি ফিরিয়ে দিলেও লেস্টার গোলকিপার ইয়াকুব স্তোলারচিককে বাঁচাতে পারেননি। ফিরতি বলে সুযোগ কাজে লাগিয়ে হেডে সমতা ফেরান ১৭ বছর বয়সী ড্যানিয়েল ভস্ট।

৬৮ মিনিটে হ্যারি উইনকসের গোল লেস্টার সমর্থকদের আবার আশা জাগিয়ে দিয়েছিল। তবে ৭৬ মিনিটে আশিয়া গোল করে হাডার্সফিল্ডকে সমতায় ফিরিয়ে ম্যাচটিকে ঠেলে দেন টাইব্রেকারে।

আরো পড়ুন:

টটেনহ্যামের স্বপ্নভঙ্গ, রূপকথার প্রত্যাবর্তনে পিএসজি চ্যাম্পিয়ন

ট্রেবল জয়ের নায়ককেও বিদায় জানালো পিএসজি, দোন্নারুম্মার অধ্যায়ের সমাপ্তি

পেনাল্টি শুটআউটে হাডার্সফিল্ডের হয়ে সফল স্পট কিক নেন অ্যালফি মে, লিও কাসেলডাইন ও সোরেনসেন। দলের রক্ষাকবচ হয়ে ওঠেন গোলকিপার লি নিকোলস, যিনি জর্ডান আইয়ু ও কেসি ম্যাকঅ্যাটির শট ঠেকিয়ে দেন। আর বিলাল এল খান্নুসের শট লাগে পোস্টে। তাতে নিশ্চিত হয়ে যায় লেস্টারের বিদায়। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

শেষ বলে ছক্কায় ম্যাচ জেতালেন বিপিএলে ৪৩১ রান করা ক্লার্ক

শেষ ৩ বলে ৫ নাকি ১ বলে ৫—ব্যাটসম্যানের জন্য কোন সমীকরণ মেলানো কঠিন? বলতে পারেন এটা কোনো প্রশ্ন হলো! ১ বলে ৫ রানের সমীকরণ মেলানোই নিঃসন্দেহে কঠিন। কাল ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এ এই কঠিন সমীকরণটাই মিলিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক।

অথচ তাঁর সামনে ৩ বলে ৫ রানের সমীকরণও ছিল। কিন্তু টানা দুই বল ব্যাটে লাগাতে না পারার পর ইনিংসের শেষ বলে ছক্কা মেরে নর্দার্ন সুপারচার্জার্সকে জিতিয়েছেন ক্লার্ক।

সাউদাম্পটনে টসে হেরে ব্যাটিং করতে নেমে সাউদার্ন ব্রেভ তুলেছিল ১০০ বলে ১৩৯ রান। এই রান ৭ উইকেট হারিয়ে তাড়া করে নর্দার্ন সুপারচার্জার্স। এটি সাউদার্ন ব্রেভের এবারের আসরে প্রথম হার। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছিল দলটি। নর্দার্ন সুপারচার্জার্সের এবারের আসরে এটি দ্বিতীয় জয়।

এমনিতে টপ অর্ডারে ব্যাটিং করেন ক্লার্ক। সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের হয়ে টপ অর্ডারে খেলেই ৪৩১ রান করেন, পেয়েছিলেন একটি সেঞ্চুরিও। তবে হানড্রেডে তিনি যে দলটিতে খেলছেন, সেখানে ওপেনিংয়ে আছেন জ্যাক ক্রলি ও ডেভিড ম্যালান।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া দলে তিন চোট, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন সবাই১ ঘণ্টা আগে

সে জন্যই এই দলে ব্যাটিংয়ে নামতে হচ্ছে মিডল অর্ডারে, ৬ নম্বরে নেমে ম্যাচ শেষ করার দায়িত্বটা তাঁর। কাল ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন ক্লার্ক। নর্দার্ন সুপারচার্জার্সের অবশ্য আরও সহজেই জেতার কথা ছিল।

কারণ, শেষ ১০ বলে তাদের দরকার ছিল ১১ রান। কিন্তু জফরা আর্চারের করা ইনিংসের ১৯তম ওভারে রান আসে মাত্র ১, উইকেট পড়ে ২টি। তাতে শেষ ওভারে ১০ রানের সমীকরণে এসে দাঁড়ায় সুপারচার্জার্স।

শেষ ওভারে প্রথম ২ বল থেকেই ৫ রান তুলে ফেলেন আদিল রশিদ ও ক্লার্ক। টাইমাল মিলসের করা সেই ওভারের পরের দুই বলে কোনো রান নিতে পারেননি ক্লার্ক। এরপর (হানড্রেডে ৫ বলে ওভার) শেষ বলে ক্লার্ক কী করেছেন সেটা তো সবার জানা।

মিডল অর্ডারে খেলার কারণে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন ক্লার্ক। ম্যাচ জয়ের পর ক্লার্ক বলেছেন, ‘মিডল অর্ডারে এর আগে কখনোই ব্যাটিং করিনি। কয়েক দিন ধরে নিল ম্যাকেঞ্জির (ব্যাটিং কোচ) সঙ্গে বসে নিজের পাওয়ার হিটিং উন্নত করার চেষ্টা করেছি।’

আরও পড়ুন‘অনেক দুষ্টু কিন্তু’—মোস্তাফিজের গোপন খবর তাসকিনের মুখে১৩ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ