ওসিকে বিবস্ত্র করে এলাকা ছাড়া করার হুমকি, বিএনপি নেতার পদ স্থগিত
Published: 14th, August 2025 GMT
কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবস্ত্র করে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় সেই বিএনপি নেতার পদ স্থগিত করেছে কেন্দ্র। আজ বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হুমকি দেওয়া ওই নেতার নাম আকতার হোসেন। তিনি মহেশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি আকতার হোসেনের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে গতকাল এক স্মরণসভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হককে এই হুমকি দেন তিনি। এটা নিয়ে রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নানান সমালোচনা হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার বাবুর দিঘির পাড়ে পৌর বিএনপির এক স্মরণসভা হয়। ওই সভায় ওসি মনজুরুল হককে হুমকি দিয়ে বিএনপি নেতা আকতার হোসেন বলেন, ‘ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। নইলে বিবস্ত্র করে করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।’ বক্তব্যে আকতার হোসেন ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, মামলা বাণিজ্য ও আওয়ামী লীগ ঘনিষ্ঠদের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন।
ছড়িয়ে পড়া এই ভিডিওতে আকতার হোসেন বলেন, ‘থানার ওসির চেম্বার এখন দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে তার মামলা নেবে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে যদি আপনার (ওসি) বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।’
আকতার হোসেন ওসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ওসি সাহেব, ফাজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করব। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন—সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না।’
ছড়িয়ে পড়া এই ভিডিওর বিষয়ে জানতে চেয়ে আকতার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে জানতে চাইলে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী প্রথম আলোকে বলেন, আকতার হোসেন সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে কেন্দ্র থেকে তাঁর সদস্যপদ স্থগিত করা হয়েছে।
চলতি বছর ২০ মে মহেশখালী থানায় যোগ দেন ওসি মনজুরুল হক। পদ স্থগিত হওয়া বিএনপি নেতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগের সবই ভিত্তিহীন। কোনো সত্যতা নেই।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আকত র হ স ন ত র কর ব এনপ
এছাড়াও পড়ুন:
কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনে স্মরণীয় হয়ে থাকবেন বদরুদ্দীন উমর
জাতীয় মুক্তি কাউন্সিল সিরাজগঞ্জ অঞ্চলের উদ্যোগে লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় মুক্তি কাউন্সিল সিরাজগঞ্জ অঞ্চলের সংগঠক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম সম্পাদক বরকতুল্লাহর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় মুক্তি কাউন্সিল শাহজাদপুর অঞ্চলের সংগঠক রাশেদুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রূপান্তর নাট্যদলের আবদুল মালেক, কওমী জুট মিলের সাবেক শ্রমিক আবদুল মান্নান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নেতা নবকুমার কর্মকার ও জাতীয় জুট মিলের শ্রমিকনেতা শহীদুল ইসলাম। জাতীয় মুক্তি কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্মরণসভায় ফয়জুল হাকিম বলেন, বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনে বদরুদ্দীন উমর স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে মার্ক্সবাদ-লেনিনবাদী তাত্ত্বিক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের বিশ্লেষণমূলক লেখা পাঠের তাগিদ সমাজে বৃদ্ধি পেয়েছে। বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের ২টি টার্মিনাল ৩০ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ইজারা দেওয়ার শর্ত জনগণের কাছে গোপন রেখে এ কাজ করা যাবে না।
স্মরণসভার শুরুতে বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক উদয় পাল। এরপর তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বদরুদ্দীন উমর জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ছিলেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বদরুদ্দীন উমর। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।