এক বছরের কম সময়ে ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ
Published: 17th, August 2025 GMT
এক বছরের কম সময় দায়িত্বে থেকে পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ। গত বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। সরকার পরিবর্তনের পর ব্যাংকের ভেতরে বাড়তে থাকা চাপ ও পরিচালকদের সঙ্গে টানাপোড়েনের মধ্যে তাঁর এই পদত্যাগ।
গত বছরের অক্টোবর মাসে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন।
ব্যাংকের একটি সূত্র জানায়, সরকার পরিবর্তনের পর ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। কেউ কেউ নিয়মিত যাতায়াত শুরু করেন কার্যালয়ে। এ নিয়ে টানাপোড়েন শুরু হওয়ায় এমডিকে পদত্যাগ করতে হয়েছে।
তবে শেখ মোহাম্মদ মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চেয়ারম্যানের বক্তব্যঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সভায় তাঁর বিষয়ে সিদ্ধান্ত হবে।’
টানা পদত্যাগে ব্যাংক খাতে অস্থিরতাচলতি মাসের শুরুতে এক সপ্তাহের মধ্যে তিন ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন। এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের এমডিকে আগে থেকেই ছুটিতে পাঠানো হয়েছিল। এ ছাড়া মেঘনা ও কমার্স ব্যাংকের এমডি হঠাৎ সরে দাঁড়ান।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো এমডি পদত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংককে তার কারণ অবহিত করতে হয়। এরপর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয়, পদত্যাগ কার্যকর হবে কি না। এর আগে পদত্যাগ করা কোনো এমডিকে আবার কাজে ফেরানো হয়েছে—এমন নজিরও আছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পদত য গ ক ক র এমড র পর ব
এছাড়াও পড়ুন:
পূর্ণ ২৪ পয়েন্ট ও কোনো গোল হজম না করেই বিশ্বকাপে ইংল্যান্ড
রবিবার রাতে আলবেনিয়ায় বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে একদম নিখুঁত অভিযানের পূর্ণচ্ছেদ টানল ইংল্যান্ড। হ্যারি কেনের করা জোড়া গোল থমাস টুখলের দলকে এনে দিল টুর্নামেন্টজুড়ে অষ্টম জয়। তার ওপর একটিও গোল না খেয়ে!
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলার পর বাকি দুই ম্যাচ ছিল কেবল আনুষ্ঠানিকতা। তবুও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরপর দুই আসরের রানার্স-আপরা জার্মান কোচ টুখলের অধীনে তাদের বছরটা শেষ করল ঠিক যেমন শুরু হয়েছিল।
আরো পড়ুন:
অদম্য স্পেন বিশ্বকাপের দোরগোড়ায়
এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
টুখলের ইংল্যান্ড অধ্যায় শুরু হয়েছিল আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। ঠিক ২৪০ দিন পর তিরানায় আবার সেই একই ব্যবধানের জয় পেল তার দল। যদিও কিছুক্ষণ শঙ্কায়ও ছিল তারা।
‘গ্রুপ-কে’তে আট ম্যাচে আট জয় এবং আটটিতেই ক্লিন শিট! অন্তত ছয়টি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলা ইউরোপের মধ্যে প্রথম দল হিসেবে কোনো গোল না খেয়ে সবগুলো ম্যাচ জয়ে শেষ করার কীর্তি ঘরে তুলল ইংল্যান্ড।
স্বাগতিক আলবেনিয়ার সবচেয়ে বড় ভরসা ছিলেন আরবের হোজা। তার দুটি শট দারুণ দক্ষতায় ঠেকান ডিন হেন্ডারসন। এরপরই টুখল বদলি হিসেবে মাঠে নামান ফিল ফোডেন ও বুকায়ো সাকাকে। যা বদলে দেয় ম্যাচের গতি।
৭৪ মিনিটে সাকার কর্নার থেকে দিক পরিবর্তিত হওয়া বল ঠেলে জাল খুঁজে নেন হ্যারি কেন। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে থাকা এই তারকা এরপর ৮২ মিনিটে মাথা ছুঁইয়ে গোল করেন মার্কাস র্যাশফোর্ডের অসাধারণ ক্রস থেকে।
সেটাই ছিল ম্যাচের শেষ কথা। তিরানার রাতে উল্লাসে ভাসল ইংল্যান্ড; অপরাজিত, অক্ষত, নিখুঁত এক বাছাইপর্বের গল্প নিয়ে।
ঢাকা/আমিনুল