নওগাঁয় পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের লাশ উদ্ধার
Published: 19th, September 2025 GMT
প্রতীকী ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে চিহ্নিত মাদকের ডিলার জসিম গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদকের ডিলার হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলার আসামি জসিম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সোনামিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম সিদ্ধিরগঞ্জ মিজমিজি টিসি রোড় এলাকার সায়েদ আলীর ছেলে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়দের মতে কিলার জসিম ছিলেন এলাকাবাসীর কাছে মূর্তিমান আতঙ্ক।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চিহ্নিত মাদক ডিলার জসিম আদমজী সোনামিয়া বাজার চাউল পট্টিতে অবস্থিত সাজেদা খাদ্য বিতরণ দোকানের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করলে কৌশল অবলম্বন করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানায়, গ্রেপ্তারকৃত জসিমের বিরুদ্ধে কেবল মাদক নয়, বরং হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, ছিনতাইসহ অসংখ্য মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকাজুড়ে মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাবশালীদের ম্যানেজ করে জসিম দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম গ্রেপ্তারকৃত জসিম প্রসঙ্গে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, জসিম একজন চিহ্নিত মাদক ডিলার। সে অত্র এলাকায় একটি ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।
জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী অথবা সন্ত্রাসী যেই হোক, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সিদ্ধিরগঞ্জবাসীকে একটি সুন্দর ও নিরাপদ সমাজ উপহার দেওয়া আমাদের দায়িত্ব।
সচেতন মহল এগিয়ে এলে আরও দ্রুত সিদ্ধিরগঞ্জকে একটি নিরাপদ নগরীতে রূপান্তর করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।