গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Published: 20th, September 2025 GMT
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে তনু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তনু উপজেলার কান্দি গ্রামের তপন মধুর মেয়ে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
বরগুনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
তিনি বলেন, ‘‘তনু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। তবে, সন্ধান পায়নি। পরে পুকুরের পানিতে তনুর নিথর দেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/বাদল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের শিল্পীদের ছবি নিয়ে ব্যাংককে শুরু হয়েছে ‘গ্লিম্পসেস’
বুড়িগঙ্গা নদীর স্রোত অথবা গ্রামের কোনো গল্প আঁকা হয়েছে রঙে। বাংলাদেশের শিল্পীদের আঁকা সেই রঙের ছবি এখন প্রদর্শিত হচ্ছে ব্যাংককে।
আধুনিক ও সমকালীন ১২ জন প্রথিতযশা শিল্পীর আঁকা ছবি নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে শুরু হয়েছে প্রদর্শনী ‘গ্লিম্পসেস’।
গ্যালারি কায়ার এই আয়োজনে যুক্ত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে গ্যালারি কায়ার এটি প্রথম দলীয় প্রদর্শনী।
বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করেছে গ্যালারি কায়া।
থাইল্যান্ডে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে উদ্বোধন করা হয় প্রদর্শনী গ্লিম্পসেসের।
ব্যাংকক আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন থাই সরকারের ডেপুটি পারমানেন্ট কালচারাল সেক্রেটারি রিবন কাটিং। এ সময় আরও উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজী এবং গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তীসহ আরও অনেকে।
উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, এই প্রদর্শনী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এর মধ্য দিয়ে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হলো। গৌতম চক্রবর্তী জানান, থাই ও বাংলাদেশ সরকারকে তিনি অনুরোধ করেছেন দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও সহজ করতে।
প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথি ও দর্শনার্থীরা। মঙ্গলবার বিকেলে ব্যাংকক আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে