রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পানিরমার টিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া লাশটি ওই এলাকার বাসিন্দা হারুন উর রশিদের (৫০)।

ফায়ার সার্ভিস জানায়, কাপ্তাই হ্রদের তীরে হারুন উর রশিদের বাড়ি। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এরপর লাশটি রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, হারুন উর রশিদ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাতে বাড়ির বারান্দা থেকে তিনি কাপ্তাই হ্রদে লাফ দেন। অন্ধকারে উদ্ধার অভিযান চালানোর মতো পরিস্থিতি না থাকায় ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। এ সময় লাশটি উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগের আলোকে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উদ ধ র

এছাড়াও পড়ুন:

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন

এশিয়া কাপে সুপার ফোরে প্রথম পরীক্ষাটাই বাংলাদেশের। সেটাও সেই শ্রীলঙ্কার বিপক্ষে, যাদের সহযোগিতায় সুপার ফোরে উঠেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা শুধু বাংলাদেশ নয়, গ্রুপের বাকি দুই দলের বিপক্ষেও জিতেছে। সব মিলিয়ে দুবাইয়ে ছন্দে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে আজ সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে?

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ওপেন করেছেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পারভেজ হোসেনকে সেদিন একাদশে খেলায়নি বাংলাদেশ। সাইফের ‘খণ্ডকালীন’ স্পিন ও আফগান স্পিনারদের বিপক্ষে বাঁহাতি-ডান হাতি সমন্বয় রাখতেই পারভেজকে বসিয়ে সেদিন সাইফকে খেলানো হয়েছে।

প্রথম ম্যাচে ফিফটির পর লিটন দাস।

সম্পর্কিত নিবন্ধ