যুক্তরাজ্যে চারটি বাড়ির মালিক সাবেক প্রতিমন্ত্রী টুকু পুত্র আসিফ
Published: 23rd, September 2025 GMT
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এবং ওয়েলসের নিউপোর্ট শহরে পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের নিজ নামে এবং তাঁর একক মালিকানাধীন কোম্পানির নামে চারটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পুত্র।
প্রথম আলো অনুসন্ধান করে দেখেছে, পূর্ব লন্ডনের কুইনম্যারি বিশ্ববিদ্যালয়ের পাশে মাগেলান হাউসে একটি ফ্ল্যাট ও ওয়েলসের নিউপোর্ট শহরের সাউথ মার্কেট স্ট্রিটে দুটি এবং পটার স্ট্রিটে একটিসহ মোট চারটি বাড়ির মালিকানায় আসিফ শামসের নাম রয়েছে।
পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৯০ বছর বেদখলে থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা পুলিশ
প্রায় ৯০ বছরের বেশি সময় ধরে বেদখলে থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানিয়েছেন, ১৯১৭ সালে মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হওয়ার পর পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। কয়েক বছরে থানা কর্তৃপক্ষ কয়েকবার তাদের নোটিস দেয় জমি ছেড়ে দিতে। কিন্তু, তারা গড়িমসি করে। সম্প্রতি তাদের সঙ্গে মুকসুদপুর থানা পুলিশ আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তারা দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়।
তিনি বলেছেন, “আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। তারা থানার জমি দখল করে থাকায় আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ঝুঁকিতে ছিলাম। যেহেতু, তাদের স্থাপনা আমাদের থানার সীমানার কোল ঘেঁষে ছিল, এর ফলে সীমানা প্রাচীর তুলতে পারছিলাম না। এ জমিতে সীমানা প্রাচীর তোলা হলে থানার নিরাপত্তা বাড়বে।”
ঢাকা/বাদল/রফিক