এশিয়া কাপ: ফাইনালে উঠতে কোন দলের এখন কী হিসাব
Published: 24th, September 2025 GMT
ছয় ম্যাচের সুপার ফোর। তৃতীয় ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারানোর পর অনেকটাই বদলে গেছে ফাইনালে ওঠার হিসাব-নিকাশ। বাংলাদেশের এখন আর শেষ দুই ম্যাচে আর কোনো জয় না পেয়ে ফাইনালে ওঠার সুযোগ নেই। আর টি-টোয়েন্টি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সম্ভাবনা এখন আছে শুধু কাগজে-কলমেই। সেই সম্ভাবনাও আজ বাংলাদেশ-ভারত ম্যাচের পর শেষ হয়ে যেতে পারে।
সুপার ফোরের পয়েন্ট তালিকাফাইনালে উঠতে কোন দলকে কী করতে হবেবাংলাদেশআজ ও আগামীকাল ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশের। শেষ দুই ম্যাচে জিতলে তো কথাই নেই, এক ম্যাচ জিতেও ফাইনালে উঠতে পারে লিটন দাসের দল। আজ ভারতের কাছে হেরে গেলেও কাল পাকিস্তানকে হারালেই ফাইনালে উঠবে বাংলাদেশ। তবে আজ ভারতকে হারালে ও কাল পাকিস্তানের কাছে হেরে গেলে শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে ভারত জিতলে আসবে নেট রান রেটের হিসাব–নিকাশ। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশই উঠবে ফাইনালে।
ভারতভারত আজ বাংলাদেশকে হারালেই ফাইনাল নিশ্চিত করবে। আর হেরে গেলে অপেক্ষায় থাকতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
আরও পড়ুনবিসিবির খসড়া ভোটার তালিকায় কারা আছেন, কারা নেই১১ ঘণ্টা আগেপাকিস্তানভারত যদি আজ বাংলাদেশকে হারিয়ে দেয়, তবে কাল বাংলাদেশকে হারালেই ফাইনালে পাকিস্তান। আর বাংলাদেশ যদি আজ জিতে যায় তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ফল যাই হোক না কেন পাকিস্তানকে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
শ্রীলঙ্কাআজ ভারত বাংলাদেশকে হারালেই বাদ শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ ভারত ও পাকিস্তান দুই দলকেই হারালেই শুধু টিকে থাকবে দলটির ফাইনাল খেলা আশা। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে হারানোর পর নেট রান রেটের হিসাবও মেলাতে হবে।
আরও পড়ুনবাংলাদেশের বিপক্ষেও ভারতের নীতি, ‘সম্মান করি, ভয় পাই না’১১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
রায় ঘোষণার পর জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে তারা রায়কে স্বাগত জানান।
এদিকে, রায় ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।
ঢাকা/রাজীব