সরকারি সাত কলেজে দাবি আদায়ে আজ মানববন্ধন
Published: 24th, September 2025 GMT
ঢাকার সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটি আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রীরা।
আরও পড়ুনএবার বিরোধিতায় নামল বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রীরা১৭ ঘণ্টা আগেসাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঘিরে বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নারী উচ্চশিক্ষা মারাত্মকভাবে সংকুচিত হবে। বিশেষত ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজে অধ্যয়নরত প্রায় চল্লিশ হাজার নারী শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষাব্যবস্থাও গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে। সম্পদ বণ্টন ও এর মালিকানা কলেজের হবে নাকি বিশ্ববিদ্যালয়ের, এ প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হবে। পাশাপাশি টাইম শেয়ারিং, ক্যাম্পাস শেয়ারিং, পরিবহন, আবাসিক হল ও ল্যাব ব্যবহারে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। এর ফলে দীর্ঘদিন ধরে এসব কলেজ যে সাফল্য ও সুনাম ধরে রেখেছে, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনউচ্চমাধ্যমিকের ক্ষতি হয় এমন পরিবর্তন মানা হবে না২২ সেপ্টেম্বর ২০২৫এ ছাড়া সাত কলেজ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, রাষ্ট্রীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহাসিক শিক্ষাগত ঐতিহ্যের ধারক। হঠাৎ নাম পরিবর্তন বা কাঠামো বদলে দেওয়া হলে এ স্বতন্ত্র ইতিহাস ও ঐতিহ্য ক্ষুণ্ন হবে, যা সংবিধান ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণ নীতির পরিপন্থী। তাই আমরা মনে করি, বিদ্যমান কাঠামো রক্ষা করে যথাযথ সমীক্ষা ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা অতীব জরুরি। এই পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুনলন্ডন স্কুল অব ইকোনমিকসে ফ্রি অনলাইন কোর্স, পেশাজীবী এবং শিক্ষার্থীদের সুযোগ ২৩ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ত কল জ কল জ র সরক র
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
২০ নভেম্বর শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে এক হাজার টাকা আর ‘ই’ ইউনিটের ক্ষেত্রে ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে।
ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/ সমমান ও ২০২৫ সালে এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে ভর্তির নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তাঁরাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।