ঢাকার সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটি আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রীরা।

আরও পড়ুনএবার বিরোধিতায় নামল বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রীরা১৭ ঘণ্টা আগে

সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঘিরে বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নারী উচ্চশিক্ষা মারাত্মকভাবে সংকুচিত হবে। বিশেষত ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজে অধ্যয়নরত প্রায় চল্লিশ হাজার নারী শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষাব্যবস্থাও গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে। সম্পদ বণ্টন ও এর মালিকানা কলেজের হবে নাকি বিশ্ববিদ্যালয়ের, এ প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হবে। পাশাপাশি টাইম শেয়ারিং, ক্যাম্পাস শেয়ারিং, পরিবহন, আবাসিক হল ও ল্যাব ব্যবহারে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। এর ফলে দীর্ঘদিন ধরে এসব কলেজ যে সাফল্য ও সুনাম ধরে রেখেছে, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনউচ্চমাধ্যমিকের ক্ষতি হয় এমন পরিবর্তন মানা হবে না২২ সেপ্টেম্বর ২০২৫

এ ছাড়া সাত কলেজ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, রাষ্ট্রীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহাসিক শিক্ষাগত ঐতিহ্যের ধারক। হঠাৎ নাম পরিবর্তন বা কাঠামো বদলে দেওয়া হলে এ স্বতন্ত্র ইতিহাস ও ঐতিহ্য ক্ষুণ্ন হবে, যা সংবিধান ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণ নীতির পরিপন্থী। তাই আমরা মনে করি, বিদ্যমান কাঠামো রক্ষা করে যথাযথ সমীক্ষা ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা অতীব জরুরি। এই পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুনলন্ডন স্কুল অব ইকোনমিকসে ফ্রি অনলাইন কোর্স, পেশাজীবী এবং শিক্ষার্থীদের সুযোগ ২৩ সেপ্টেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ত কল জ কল জ র সরক র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবকদের মানববন্ধন

রূপগঞ্জের ২১ নং দক্ষিনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপকের নানা অনিয়ম, স্কুলে অনুপস্থিত থাকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা সহ নানা দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণবাগ এলাকায় বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে শতাধিক অভিভাবক ও স্থানীয়রা এই মানববন্ধন করেন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দায়িত্ব পালনে অবহেলা করছেন। অনিয়মের মাধ্যমে স্কুলকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। তিনি এ বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর থেকে পেশাকে অবহেলা করে বিদ্যালয় চলাকালীন জমি-জমার ক্রয়-বিক্রয়ের কাজ সহ ব্যক্তিগত ব্যবসায় সময় ব্যয় করেন। 

ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থীরা এ বিদ্যালয় ছেড়ে যাচ্ছে। আগে যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ শতাধিক বর্তমানে এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১'শ এর কম।

এছাড়া বিদ্যালয়ে নানা অনিয়মিত থাকায় ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। 

বিক্ষুব্ধরা আরও বলেন, একজন প্রধান শিক্ষকের কাছ থেকে যে দায়িত্বশীলতা ও শিষ্টাচার প্রত্যাশিত, এই শিক্ষকের মধ্যে তা নেই। হরিকান্ত সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিক্ষুব্ধরা দ্রুত তার অপসারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

তারা হুশিয়ারী দিয়ে বলেন, দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ না করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মির্জাগঞ্জে দুই চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
  • পাবনায় বিএনপি নেতার চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • রাবিতে বহাল থাকছে পূর্ণাঙ্গ শাটডাউন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচির ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের
  • রংপুরে সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা
  • ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন
  • সহ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
  • রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
  • রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবকদের মানববন্ধন