নারী-শিশুসহ ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
Published: 24th, September 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চামুচা ও চাঁনশিকারী বিওপির মধ্যবর্তী এলাকা দিয়ে তাদের পাঠানো হয়। পরে বিজিবির টহলদল তাদের আটক করে। বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও তিনজন শিশু।
আরো পড়ুন:
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের
টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের লুৎফর রহমান (৩৮), রাজশাহীর চর আষাড়িয়াদহ গ্রামের আসাদুল ইসলাম (৩৩), রাজশাহীর শ্রীরামপুর গ্রামের দেলোয়ার হোসেন (২৮), রাজশাহীর মালকামলা এলাকার হযরত আলী (২৮), যশোরের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের আরিফ হোসেন (৩৮), রাজবাড়ির চরখি কমলা এলাকার আব্দুর রহমান (৩৭), মাগুরার নতুন গ্রামের সয়ন সিকদার (২২), কুড়িগ্রামের কালিরহাট হাজিপাড়ার আব্দুল মোতালেব (৪৭), একই গ্রামের মেহেদুল ইসলাম (২৩), মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫), রমজান হক (৩), খুলনার ঘোপখালী এলাকার জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকার নবীনগর এলাকার সুমি (২৫), একই এলাকার আব্দুল্লাহ (২ মাস), নড়াইলের কতুয়ালী গ্রামের রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহ জেলার গড়পয়ারী গ্রামের মারুফ হোসেনের দুই বছরের মেয়ে রুহি আক্তার।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাতে পেরেছি। তারা ২০১৫ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর তাদের ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। পরে সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করে।”
তিনি আরো বলেন, “কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটককৃতদের চামুচা ও চাঁনশিকারী বিওপির মধ্যবর্তী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায়। পরে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।”
এর আগে, চলতি বছরের ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন, ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজন, ১৮ জুন মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন এবং ১৪ আগস্ট চামুচা সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের এই কয়েকটি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ৭৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএস।
ঢাকা/মেহেদী/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ আটক প ইনব বগঞ জ ব এসএফ এল ক র
এছাড়াও পড়ুন:
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা বিওপি বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার
সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরো ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
বিজিবি জানিয়েছে, সোমবার পৃথক সময়ে ভারতে অবস্থান শেষে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সুন্দর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৬ বাংলাদেশিকে আটক করে। আটকদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ। পরে মহেশপুর ৫৮ বিজিবির অধীন পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা বিওপির সঙ্গে পৃথক পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ। বিকেল সাড়ে ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়। এছাড়া, প্রাপ্ত বয়স্ক পুরুষ বাংলাদেশিকে মহেশপুর থানায় হস্তান্তর করে বিজিবি। আটক ৬ বাংলাদেশি হস্তান্তরের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘‘আটক একজনের নামে মামলা করা হবে। মামলার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব