ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত রায়ান রাউথ
Published: 24th, September 2025 GMT
গত বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার গলফ কোর্সের কাছে হত্যার চেষ্টা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই খুনের চেষ্টার অভিযোগে মার্কিন এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালত। হামলার এক বছর পরে সোমবার (২৩ সেপ্টেম্বর) এই রায় দিয়েছে আদালত। খবর আল-জাজিরার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার নাম রায়ান রাউথ।
আরো পড়ুন:
১৮ ইঞ্চি তলোয়ার গিলে ফেললেন এক নারী
অধ্যাপক ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা দিল দেয়ারওয়ার্ল্ড
আদালত রায়ে বলছে, ৫৯ বছর বয়সী রায়ান রাউথ তৎকালীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ইচ্ছা করেছিলেন। তার বিরুদ্ধে আনা আরো চারটি অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একজন ফেডারেল এজেন্টকে বাধাগ্রস্ত করা এবং অস্ত্র সংক্রান্ত অপরাধ। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পের ওপর হামলা হয়। ওয়েস্ট পাম বিচে নিজের মার-এ-লাগোর বাসভবন থেকে প্রায় ১৫ মিনিট দূরে অবস্থিত ইন্টারন্যাশনাল গলফ কোর্টে খেলছিলেন ট্রাম্প। তখনই তাকে লক্ষ্য গুলি চালানো হয়। গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনাটি ঘটে গত বছরের ১৫ সেপ্টেম্বর। একটি ঝোপের আড়াল থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রায়ান। এরপরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার আদালতের রায় ঘোষণার পর কলম দিয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করেন রায়ান। মার্কিন মার্শালরা তাকে আটকান।
আদালত রায় ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্টে বলেন, “ট্রাম্পের সম্ভাব্য খুনি রায়ান রাউথের বিরুদ্ধে আজকের দোষী সাব্যস্ত রায় রাজনৈতিক সহিংসতায় জড়িতদের শাস্তি দেওয়ার জন্য বিচার বিভাগের প্রতিশ্রুতিকে চিত্রিত করে।”
তিনি আরো বলেন, “এই হত্যার চেষ্টা কেবল আমাদের প্রেসিডেন্টের ওপর আক্রমণ ছিল না, বরং আমাদের জাতির প্রতিও অপমান ছিল।”
আদালতের এই রায় প্রকাশের পর দেশের বিচার ব্যবস্থা এবং বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “রায়ান একজন দুষ্ট লোক, যার উদ্দেশ্য খারাপ ছিল এবং তারা তাকে ধরে ফেলেছে।”
আদালতের এই রায়ের প্রশংসা করে ‘যুক্তরাষ্ট্রে ন্যায়বিচারের জন্য এটি একটি খুব বড় মুহূর্ত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালতে গত ৮ সেপ্টেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হয়।
ইউক্রেনের সমর্থক হিসেবে রায়ান রাউথ উত্তর ক্যারোলিনার বাসিন্দা। ফ্লোরিডার আগে হাওয়াইতে থাকতেন তিনি।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র স প ট ম বর
এছাড়াও পড়ুন:
যে রানিকে ‘জীবন্ত দেবী’ হিসেবে গণ্য করা হতো
প্রাচীন মিশরের ১৮তম রাজবংশের একজন শক্তিশালী রানী এবং ফারাও আখেনাতেনের প্রধান রাজমহিষী ছিলেন রানি নেফারতিতি ছিলেন। এই নারী তার সৌন্দর্যের কারণে অধিক পরিচিত। এ ছাড়া ইতিহাসে তার অবস্থান শক্তিশালী হওয়ার আরেকটি কারণ হচ্ছে, তিনি মিশরে একেশ্বরবাদী ধর্মীয় বিপ্লবে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
নেফারতিতি নামের অর্থ ‘‘একজন সুন্দরী নারী এসেছেন’’। নেফারতিতির জন্ম আনুমানিক খ্রিষ্টপূর্ব ১৩৭০ অব্দে।
আরো পড়ুন:
সঞ্চয় করার কিছু কার্যকর উপায়
আজ পুরুষদের রান্না করার দিন
জানা যায়, নেফারতিতির বাবা ছিলেন ফারাও আখেনাতেনের উপদেষ্টা এবং তিনিই কিশোর রাজকুমার আখেনাতেনের দেখাশোনা করতেন। বাবার সুবাদে শৈশবেই রাজকুমারের সঙ্গে পরিচয় হয় নেফারতিতির এবং অল্প বয়সেই তিনি আখেনাতেনের সঙ্গে প্রণয়ের সম্পর্কে গড়ে তোলেন। ১৫ বছর বয়সে রাজকুমারের সঙ্গে বিয়ে হয় তার। ক্রমে ফারাও আখেনাতেনের জীবনে অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করেন এই রানি।
আখেনাতেন মিশরের ঐতিহ্যবাহী বহু-ঈশ্বরবাদী ধর্ম পরিবর্তন করে ‘আতেন’ বা সূর্য দেবতার একেশ্বরবাদী পূজার প্রচলন করেছিলেন। এই ধর্মীয় পরিবর্তনে নেফারতিতি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং তাকে জীবন্ত দেবী হিসেবে গণ্য করা হতো।
আখেনাতেনের রাজত্বকালে নেফারতিতি একজন ফারাওয়ের মতোই ক্ষমতা এবং মর্যাদা ভোগ করতেন। অনেক ভাস্কর্য ও চিত্রে তাকে ফারাওদের মতো ক্ষমতা প্রদর্শন করতে দেখা যায়। বার্লিনের একটি জাদুঘরে সংরক্ষিত নেফারতিতির একটি মার্জিত এবং রঙিন আবক্ষ মূর্তি প্রাচীন মিশরীয় শিল্পের অন্যতম পরিচিত নিদর্শন।
আখেনাতেনের রাজত্বের প্রায় ১২ বছর পর হঠাৎ করেই নেফারতিতি ইতিহাস থেকে অদৃশ্য হয়ে যান। তার মৃত্যু সম্পর্কে খুব কম তথ্য জানা যায় এবং তার সমাধি আজও আবিষ্কৃত হয়নি, যা প্রত্নতাত্ত্বিকদের কাছে একটি অনেক বড় রহস্য।
সূত্র: ব্রিটানিকা কিডস অবলম্বনে
ঢাকা/লিপি