গত বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার গলফ কোর্সের কাছে হত্যার চেষ্টা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই খুনের চেষ্টার অভিযোগে মার্কিন এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালত। হামলার এক বছর পরে সোমবার (২৩ সেপ্টেম্বর) এই রায় দিয়েছে আদালত। খবর আল-জাজিরার। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার নাম রায়ান রাউথ।

আরো পড়ুন:

১৮ ইঞ্চি তলোয়ার গিলে ফেললেন এক নারী

অধ্যাপক ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা দিল দেয়ারওয়ার্ল্ড

আদালত রায়ে বলছে, ৫৯ বছর বয়সী রায়ান রাউথ তৎকালীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ইচ্ছা করেছিলেন। তার বিরুদ্ধে আনা আরো চারটি অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একজন ফেডারেল এজেন্টকে বাধাগ্রস্ত করা এবং অস্ত্র সংক্রান্ত অপরাধ। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পের ওপর হামলা হয়। ওয়েস্ট পাম বিচে নিজের মার-এ-লাগোর বাসভবন থেকে প্রায় ১৫ মিনিট দূরে অবস্থিত ইন্টারন্যাশনাল গলফ কোর্টে খেলছিলেন ট্রাম্প। তখনই তাকে লক্ষ্য গুলি চালানো হয়। গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনাটি ঘটে গত বছরের ১৫ সেপ্টেম্বর। একটি ঝোপের আড়াল থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রায়ান। এরপরপরই তাকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল মঙ্গলবার আদালতের রায় ঘোষণার পর কলম দিয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করেন রায়ান। মার্কিন মার্শালরা তাকে আটকান।

আদালত রায় ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্টে বলেন, “ট্রাম্পের সম্ভাব্য খুনি রায়ান রাউথের বিরুদ্ধে আজকের দোষী সাব্যস্ত রায় রাজনৈতিক সহিংসতায় জড়িতদের শাস্তি দেওয়ার জন্য বিচার বিভাগের প্রতিশ্রুতিকে চিত্রিত করে।”

তিনি আরো বলেন, “এই হত্যার চেষ্টা কেবল আমাদের প্রেসিডেন্টের ওপর আক্রমণ ছিল না, বরং আমাদের জাতির প্রতিও অপমান ছিল।”

আদালতের এই রায় প্রকাশের পর দেশের বিচার ব্যবস্থা এবং বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “রায়ান একজন দুষ্ট লোক, যার উদ্দেশ্য খারাপ ছিল এবং তারা তাকে ধরে ফেলেছে।”

আদালতের এই রায়ের প্রশংসা করে ‘যুক্তরাষ্ট্রে ন্যায়বিচারের জন্য এটি একটি খুব বড় মুহূর্ত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালতে গত ৮ সেপ্টেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হয়।

ইউক্রেনের সমর্থক হিসেবে রায়ান রাউথ উত্তর ক্যারোলিনার বাসিন্দা। ফ্লোরিডার আগে হাওয়াইতে থাকতেন তিনি। 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র স প ট ম বর

এছাড়াও পড়ুন:

রাতের পর সকালেও একজনের মৃত্যু, নিহত বেড়ে পাঁচ

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা সীমান্তের চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ হারুন ওরফে হারেজ (২৯)। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকার নুরুল ইসলাম ছেলে। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনাটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুনে পুরো গুদাম পুড়ে যায়। দগ্ধ হন ১০ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ওই দিনই অবস্থা শঙ্কাজনক হওয়ায় চারজনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল। পরে বাকি ছয়জনকেও উন্নত চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদ হারুনের মৃত্যুর বিষয়টি চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটির পর প্রথমে ঢাকায় নিয়ে যাওয়া চারজনেরই মৃত্যু হয়েছে। পরে নিয়ে যাওয়া ছয়জনের মধ্যে একজন আজ মারা গেছেন। বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

সম্পর্কিত নিবন্ধ

  • ফ্লোরিডায় ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে একজন দোষী সাব্যস্ত
  • গাজীপুরে ডাকাত সন্দেহে পিটুনিতে একজন নিহত
  • জুবিনকে নিয়ে যা লিখলেন প্রিন্স মাহমুদ
  • নোবেল পেতে চাইলে গাজা যুদ্ধ বন্ধ করুন, ট্রাম্পকে মাখোঁ
  • অনলাইনে ভিডিও দেখে রকেট বানিয়ে ফেললেন চীনা তরুণ
  • বিসিবির খসড়া ভোটার তালিকায় কারা আছেন, কারা নেই
  • মহাখালীতে পেট্রলপাম্পের ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৭
  • আশুলিয়ায় থানার সামনে ৬ লাশ পোড়ানোর পর কেউ সেগুলো মসজিদের সামনে রেখে আসে
  • রাতের পর সকালেও একজনের মৃত্যু, নিহত বেড়ে পাঁচ