মাগুরার মহম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলার এক আসামির পক্ষে প্রত্যয়নপত্র দেওয়াকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির এম বি বাকেরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা শহরের দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে এ সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, বৈঠকে এম বি বাকেরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয় সংগঠনের জেলা সেক্রেটারি সাইদ আহমেদকে। তবে এম বি বাকের এখনো জেলা জামায়াতের অন্য পদে বহাল আছেন। তিনি মাগুরা-২ আসনে দলটির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে সাইদ আহমেদ বলেন, ‘এটা সাংগঠনিক সিদ্ধান্ত। তিনি (এম বি বাকের) অন্য সব পদে বহাল রয়েছেন। আমাকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আমার সেক্রেটারির দায়িত্বও বহাল আছে।’

দলীয় সূত্র জানিয়েছে, হত্যা মামলার আসামি এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য কেন্দ্র থেকে এম বি বাকেরকে এক মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনজুলাই হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতার পক্ষে জামায়াত নেতার প্রত্যয়ন১৮ সেপ্টেম্বর ২০২৫

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে শহীদ হন সুমন শেখ (১৮) ও আহাদ আলী বিশ্বাস (১৮)। এ ঘটনায় গত ১৫ আগস্ট মহম্মদপুর থানায় হত্যা মামলা হয়। মামলার ১৩ নম্বর আসামি শাহাবুদ্দিন মোল্যার জামিনের জন্য জামায়াত পরিবারের সদস্য বলে প্রত্যয়নপত্র দেন এম বি বাকের। শাহাবুদ্দিন মোল্যা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। অভিযোগ রয়েছে, ওই প্রত্যয়নপত্র ব্যবহার করে আদালত থেকে জামিন করানোর চেষ্টা করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে বিতর্ক শুরু হয়। এর প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর মহম্মদপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাঁরা এম বি বাকেরের বহিষ্কার ও শাস্তি দাবি করেন।

এ বিষয়ে এম বি বাকের অবশ্য দাবি করেন, কয়েক মাস আগে চাকরির কথা বলে ওই প্রত্যয়নপত্র নেওয়া হয়েছিল। পরে তিনি জানতে পারেন, যাঁর জন্য প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে, তিনি জুলাই হত্যা মামলার আসামি। বিষয়টি জানার পর তিনি প্রত্যয়নপত্র প্রত্যাহার করে নেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব চ ছ স বক ল গ মহম মদপ র র আস ম সদস য

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ