খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে সড়ক অবরোধ
Published: 25th, September 2025 GMT
খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে জুম্ম ছাত্র-জনতাদের ডাকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল থেকে ১২টা পর্যন্ত খাগড়াছড়িতে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে, শহরের ভিতরে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করেছে। সড়ক অবরোধে বিপাকে পড়েছেন সাজেকসহ বিভিন্ন স্পটে ঘুরতে আসা পর্যটকরা।
বৃহস্পতিবার সকাল থেকেই খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কের দক্ষিণ খবর পুড়িয়া, গুইমারা, রামগড় এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কসহ বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অববোধ করা হয়। অধিকাংশ বাস খাগড়াছড়ি শহরে ঢুকতে পারেনি। গুইমারা বুদং পাড়া এলাকায় আবরোধকারীরা দুই-একটি বাস ভাঙচুর করেছে। এছাড়া আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবন স্বাভাবিক আছে। পুলিশ সতর্ক আছে। সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে।
গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। পরে পরিবারের লোকজন একটি পরিত্যক্ত স্থান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।
এ ঘটনা ভিকটিমের বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। তার মধ্যে শয়ন শীল নামে একজনকে আটক করেছে পুলিশ। বাকি দুইজনকে আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
ঢাকা/রূপায়ন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে