নারীর ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব ঐতিহ্যবাহী কারুশিল্পের গুরুত্ব সামনে রেখে বরিশালে আঁকা হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় দেয়ালচিত্র। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা ভবনের দেয়ালজুড়ে তৈরি হচ্ছে এ ম্যুরাল। ৪৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া এ শিল্পকর্ম আঁকছে চারুশিল্পী পাপিয়া সারোয়ারের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল।

শিল্পীরা জানান, ২০ সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়েছে ও ২৬ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। আন্তর্জাতিক শিল্পী নেটওয়ার্ক ‘ফিয়ারলেস কালেকটিভ’ ও দেশীয় জীবনধারাভিত্তিক প্রতিষ্ঠান ‘গুণবতী’র যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। এর মূল থিম ‘পরিবেশ রক্ষায় ঐতিহ্যবাহী কারুশিল্পের গুরুত্ব’।

গুণবতী সম্প্রদায়ের পরিবেশবান্ধব বয়ন ও হস্তশিল্পকে ম্যুরালে স্থান দিয়ে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। একই সঙ্গে এ সম্প্রদায়কে অনুপ্রাণিত করা হচ্ছে সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে। এই সম্প্রদায়ের শিল্পীরা সবাই নারী। প্রকল্পের শুরুতে ফরিদপুরের বোয়ালমারীতে গুণবতী সম্প্রদায়ের কারুশিল্পীদের সঙ্গে আড্ডা, আচার-অনুষ্ঠান, গল্প ও পোর্ট্রেট ফটোগ্রাফির মাধ্যমে তাঁদের জীবন ও সংগ্রামের গল্প সংগ্রহ করা হয়। তাঁদের সেই গল্পই ফুটে উঠেছে দেয়ালচিত্রের নকশায়। ফলে এই ম্যুরাল কেবল একটি শিল্পকর্ম নয়, বরং পরিবেশ ন্যায়বিচার, বয়ন ঐতিহ্য ও ওই সম্প্রদায়ের জীবন্ত দলিল হয়ে উঠছে।

রং–তুলি নিয়ে আঁকায় ব্যস্ত শিল্পী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ