নারীর ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব ঐতিহ্যবাহী কারুশিল্পের গুরুত্ব সামনে রেখে বরিশালে আঁকা হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় দেয়ালচিত্র। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা ভবনের দেয়ালজুড়ে তৈরি হচ্ছে এ ম্যুরাল। ৪৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া এ শিল্পকর্ম আঁকছে চারুশিল্পী পাপিয়া সারোয়ারের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল।

শিল্পীরা জানান, ২০ সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়েছে ও ২৬ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। আন্তর্জাতিক শিল্পী নেটওয়ার্ক ‘ফিয়ারলেস কালেকটিভ’ ও দেশীয় জীবনধারাভিত্তিক প্রতিষ্ঠান ‘গুণবতী’র যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। এর মূল থিম ‘পরিবেশ রক্ষায় ঐতিহ্যবাহী কারুশিল্পের গুরুত্ব’।

গুণবতী সম্প্রদায়ের পরিবেশবান্ধব বয়ন ও হস্তশিল্পকে ম্যুরালে স্থান দিয়ে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। একই সঙ্গে এ সম্প্রদায়কে অনুপ্রাণিত করা হচ্ছে সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে। এই সম্প্রদায়ের শিল্পীরা সবাই নারী। প্রকল্পের শুরুতে ফরিদপুরের বোয়ালমারীতে গুণবতী সম্প্রদায়ের কারুশিল্পীদের সঙ্গে আড্ডা, আচার-অনুষ্ঠান, গল্প ও পোর্ট্রেট ফটোগ্রাফির মাধ্যমে তাঁদের জীবন ও সংগ্রামের গল্প সংগ্রহ করা হয়। তাঁদের সেই গল্পই ফুটে উঠেছে দেয়ালচিত্রের নকশায়। ফলে এই ম্যুরাল কেবল একটি শিল্পকর্ম নয়, বরং পরিবেশ ন্যায়বিচার, বয়ন ঐতিহ্য ও ওই সম্প্রদায়ের জীবন্ত দলিল হয়ে উঠছে।

রং–তুলি নিয়ে আঁকায় ব্যস্ত শিল্পী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ