বার্সার দুর্দান্ত জয়ের রাতে ফ্লিকের পেছনে গার্দিওলা
Published: 26th, September 2025 GMT
লা লিগায় গত মৌসুমে বেশ কিছু ম্যাচ ঘুরে দাঁড়িয়ে জিতেছিল বার্সেলোনা। সেই ঘুরে দাঁড়ানো জয়গুলোই শেষ পর্যন্ত শিরোপা জেতায় কাতালান ক্লাবটিকে। চলতি মৌসুমেও গতকাল রাতে একই পথে হেঁটে জিতেছে বার্সেলোনা।
ওভিয়েদোর মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সা। এমনকি পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে। তবে বিরতি থেকে ফিরে আর পেছনে ফিরে তাকায়নি দলটি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে বার্সা একে একে বল জড়ায় তিনবার, যা শেষ পর্যন্ত বার্সাকে এনে দিয়েছে ৩-১ গোলের দারুণ এক জয়।
বার্সার জয়ে গোল করেছেন এরিক গার্সিয়া, রবার্ট লেভানডফস্কি ও রোনালদ আরাউহো। এই জয়ের পর প্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান এখন ২। ৬ ম্যাচের সব কটিতে জিতে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ১৮। বিপরীতে সমান ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে বার্সার পয়েন্ট ১৬।
আরও পড়ুনদূরন্ত এমবাপ্পের ডানায় চড়ে উড়ছে রিয়াল২৪ সেপ্টেম্বর ২০২৫বার্সার এই জয়ে দারুণ এক মাইলফলক গড়েছেন দলটির কোচ হান্সি ফ্লিক। একুশ শতকে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে দ্বিতীয় দ্রুততম ৫০ ম্যাচ জেতা কোচ এখন ফ্লিক। জয়ের ‘ফিফটি’ পূরণ করতে ফ্লিকের লেগেছে ৬৭ ম্যাচ। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি পেপ গার্দিওলাকে, তাঁর লেগেছিল ৭১ ম্যাচ। ফ্লিকের ওপরে আছেন শুধু লুইস এনরিকে। বার্সায় ৬০ ম্যাচের মধ্যে ৫০টিতেই জিতেছিলেন পিএসজির বর্তমান কোচ।
ওভিয়েদোর মাঠে ম্যাচের ৩৩ মিনিটে অদ্ভুত এক গোল হজম করে বার্সা। বল ‘ক্লিয়ার’ করতে বক্স ছেড়ে অনেকটাই নিচে নেমে এসেছিলেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। কিন্তু সেটা করতে গিয়ে তিনি বল তুলে দেন মাঝমাঠের কাছাকাছি জায়গায় থাকা প্রতিপক্ষের মিডফিল্ডার আলবার্তোর রেইনার পায়ে।
এমন সুযোগ হাতছাড়া করেননি রেইনা। প্রায় মাঝমাঠ থেকেই গোলপোস্ট লক্ষ্য করে শট নেন তিনি। দৌড়ে গিয়ে সেই বল ঠেকানোর সুযোগ ছিল না গার্সিয়ার। প্রায় ৪০ গজ দূর থেকে নিঁখুত নিশানায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ওভিয়েদোর এই মিডফিল্ডার।
আরও পড়ুনদেরিতে আসায় রাশফোর্ডকে শাস্তি দিলেন বার্সেলোনা কোচ২২ সেপ্টেম্বর ২০২৫বিরতির পর ৫৪ মিনিটে পোস্টের কাছাকাছি জায়গা থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান গার্সিয়া। ম্যাচের ৬৫ মিনিটে রাফিনিয়ার বদলে মাঠে নামেন লেভানডফস্কি। আর মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সহায়তায় দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন লেভা। এরপর ৮৮ মিনিটে হেডে আরেকটি গোল করে বার্সার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আরাউহো।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমি দলের খেলোয়াড়দের বলেছি, শান্ত থাকতে হবে এবং বল পায়ে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে। আর আমরা সেটা ভালোভাবেই করেছি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল কর
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ