শাকসুর প্রবিধি ৮ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করে নির্বাচন কমিশনে হস্তান্তর করা হবে : উপাচার্য
Published: 26th, September 2025 GMT
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য প্রবিধি চূড়ান্ত করতে একটি কমিটি কাজ করছে। কমিটি আগামী ৮ অক্টোবরের মধ্যে প্রবিধি চূড়ান্ত করবে এবং ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তা হস্তান্তর করবে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিন্ডিকেট সভা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এর আগে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিন্ডিকেটের ২৩৭তম সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ এর মধ্যে একটি ছিল শাকসু নির্বাচন। তবে নির্বাচন কমিশন গঠনের সুনির্দিষ্ট কোনো তারিখ বলেননি উপাচার্য।
আরও পড়ুনশাকসু নির্বাচন ঘিরে সম্ভাব্যপ্রার্থীদের তৎপরতা২৩ সেপ্টেম্বর ২০২৫উপাচার্য বলেন, প্রবিধি সিন্ডিকেট সভায় অনুমোদন হয়ে গেছে। কিছু বিষয় নিয়ে আরেকটু দেখতে হবে। গঠিত কমিটি সে বিষয়ে চূড়ান্ত করে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করবে। নির্বাচন কমিশন কবে গঠন করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নে সুনির্দিষ্ট কোনো তারিখ বলেননি উপাচার্য।
নির্বাচন নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলা বা ঘটনা যেন না ঘটে। সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনা। একটি মারামারি বা কোনো ঘটনা ঘটে গেলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে। এক জায়গায় সাংবাদিক মারা গেছেন, আরেক জায়গায় একজন শিক্ষক মারা গেছেন। আমরা চাই না কোনো ঘটনা ঘটুক। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। তাই সবার সহযোগিতা প্রয়োজন।’
আরও পড়ুনশাকসু নির্বাচন : ক্যাম্পাসে রাজনীতি চালুর পর ‘যৌক্তিক সময়’ চায় ছাত্রদল, পরে নির্বাচন২১ সেপ্টেম্বর ২০২৫এর আগে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে নির্বাচন কমিশন গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সঙ্গে আলোচনা করেন তাঁরা। উপাচার্য শিক্ষার্থীদের সিন্ডিকেট সভার পর নির্বাচন কমিশনের বিষয়ে সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ড় ন ত কর উপ চ র য প রব ধ
এছাড়াও পড়ুন:
রায় ঘোষণার পর জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে তারা রায়কে স্বাগত জানান।
এদিকে, রায় ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।
ঢাকা/রাজীব