রংপুরে পিকআপে ট্রাকের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩
Published: 26th, September 2025 GMT
রংপুর নগরীতে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মহানগরীর তাজহাট থানাধীন দমদমা নামক এরাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
শান্তিগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
নিহতরা হলেন- পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহীনা বেগম, তার এক বছর বয়সী ছেলে স্বাধীন এবং পিকআপ ভ্যানের হেলপার মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ।
পুলিশ জানায়, আজ ভোর ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজের উত্তরে দিকে একটি মালবাহী পিকআপ ভ্যান মাহিগঞ্জ যেতে ইউটার্ন নিচ্ছিল। এসময় ঢাকাগামী বালুবোঝাই ট্রাকটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপার ও আরোহী মা-ছেলে মারা যান। আহত হন দুইজন। তাদের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম বলেন, “আজ ভোরে দমদম নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় বাড়ির আসবাবপত্র বহন করা পিকআপ ভ্যানে থাকা মা ও শিশুসহ তিনজন নিহত হন। আমরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে যাই। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রংপুর মহানগরের তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করে থানায় নিয়েছে। নিহতদের মরদেহ আইনী পদক্ষেপ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পলাতক।
ঢাকা/আমিরুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত প কআপ ভ য ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ