মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন আহমেদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর একটি দল। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার কাজীপুর ইউনিয়নের গোলাম বাজার এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

দুর্গাপূজায় সারা দেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

গ্রেপ্তার সুমন আহমেদ গোলাম বাজার এলাকার তাইজুল ইসলামের ছেলে। মেহেরপুর র‍্যাব-১২ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। 

অভিযান সূত্রে জানা যায়, গোলাম বাজার এলাকায়  আগ্নেয়াস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সেখান থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন আহমেদকে  গ্রেপ্তার করা হয়।

ঢাকা/ফারুক/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ