নুরুল হাসান আউট হন ইনিংসের ১১.৪ ওভারে। ১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ৬৩। ইএসপিএনক্রিকইনফোর লাইভ কমেন্ট্রিতে জানানো হলো, ম্যাচের ফরকাস্টারে এই প্রথম এগিয়ে গেল পাকিস্তান। তখন ক্রিজে এলেন জাকের আলী। তাঁকে দেখে বাংলাদেশের ক্রিকেটের সমর্থকেরা নিশ্চয়ই ক্রিকেট পোর্টালটির মতো ভাবেননি।

জাকের কয়েক বছর ধরে বাংলাদেশ দলের ‘ফিনিশার’। অন্তত কিছু ম্যাচে তাঁর পারফরম্যান্স ও পরিসংখ্যান দেখে কথাটা বিশ্বাস করাই যায়। কিন্তু এ বিশ্বাসটা বড় মঞ্চে যে আসলে ‘শুভংকরের ফাঁকি’, সেটাও বেরিয়ে এল এবারের এশিয়া কাপে।

গতকাল পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের কথাই ধরুন। জাকের মাঠে নামার সময় ৫০ বলে ৭৩ রান দরকার ছিল বাংলাদেশের। অন্য প্রান্তে তাঁর সঙ্গী ছিলেন শামীম হোসেন। এখান থেকে অতীতেও ম্যাচ জিতিয়েছেন জাকের। কিন্তু কাল টিকলেন ৯ বল, করলেন ৫ রান। ক্রিকেটে এমন হতেই পারে—কথাটা যেমন সঠিক, তেমনি এটাও সত্য, জাতীয় দলে দুই বছরে ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলার পর এবং অধিনায়ক হিসেবে সবাই তাঁর কাছ থেকে আরও দায়িত্বশীলতা আশা করে। তখন প্রতিটি ‘ডট’ বলই ছিল খুব গুরুত্বপূর্ণ। জাকের তাঁর ৯ বলের ইনিংসে ‘ডট’ দেন ৫টি। এই ডট বল খেলার চাপে পড়েই কিছুক্ষণ পরই হলেন আত্মঘাতী।

ভারতের বিপক্ষে ম্যাচেও দলের প্রয়োজনের সময় ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি জাকের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ