নুরুল হাসান আউট হন ইনিংসের ১১.৪ ওভারে। ১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ৬৩। ইএসপিএনক্রিকইনফোর লাইভ কমেন্ট্রিতে জানানো হলো, ম্যাচের ফরকাস্টারে এই প্রথম এগিয়ে গেল পাকিস্তান। তখন ক্রিজে এলেন জাকের আলী। তাঁকে দেখে বাংলাদেশের ক্রিকেটের সমর্থকেরা নিশ্চয়ই ক্রিকেট পোর্টালটির মতো ভাবেননি।

জাকের কয়েক বছর ধরে বাংলাদেশ দলের ‘ফিনিশার’। অন্তত কিছু ম্যাচে তাঁর পারফরম্যান্স ও পরিসংখ্যান দেখে কথাটা বিশ্বাস করাই যায়। কিন্তু এ বিশ্বাসটা বড় মঞ্চে যে আসলে ‘শুভংকরের ফাঁকি’, সেটাও বেরিয়ে এল এবারের এশিয়া কাপে।

গতকাল পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের কথাই ধরুন। জাকের মাঠে নামার সময় ৫০ বলে ৭৩ রান দরকার ছিল বাংলাদেশের। অন্য প্রান্তে তাঁর সঙ্গী ছিলেন শামীম হোসেন। এখান থেকে অতীতেও ম্যাচ জিতিয়েছেন জাকের। কিন্তু কাল টিকলেন ৯ বল, করলেন ৫ রান। ক্রিকেটে এমন হতেই পারে—কথাটা যেমন সঠিক, তেমনি এটাও সত্য, জাতীয় দলে দুই বছরে ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলার পর এবং অধিনায়ক হিসেবে সবাই তাঁর কাছ থেকে আরও দায়িত্বশীলতা আশা করে। তখন প্রতিটি ‘ডট’ বলই ছিল খুব গুরুত্বপূর্ণ। জাকের তাঁর ৯ বলের ইনিংসে ‘ডট’ দেন ৫টি। এই ডট বল খেলার চাপে পড়েই কিছুক্ষণ পরই হলেন আত্মঘাতী।

ভারতের বিপক্ষে ম্যাচেও দলের প্রয়োজনের সময় ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি জাকের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ