রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
Published: 26th, September 2025 GMT
রূপগঞ্জে পৃথক দুুুটি সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- প্রবাস ফেরত যুবক মৃদুল (২৮) ও নৈশ প্রহরী আব্দুর রউফ (৭০) ।
জানাগেছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পূর্বাচল ৯ নম্বর সেক্টরের জলসিঁড়ি এলাকায় ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মৃদুল ও আহম্মদ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃদুলকে মৃত ঘোষণা করেন।
পরে আহত আহম্মদকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে।
অপরদিকে, উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি সিএনজি নৈশ প্রহরী আব্দুর রউফকে জোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক সিএনজিটি জব্দসহ এর চালক কাউসারকে গ্রেপ্তার করেছে।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন র পগঞ জ ন র য়ণগঞ জ র ঘটন
এছাড়াও পড়ুন:
আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।