আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এমন প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন:

চূড়ান্ত ভোটার তালিকায় ফিরলো বাদ পড়া ১৫ ক্লাব

গণ বিশ্ববিদ্যালয়ের ‘শান্তিপূর্ণ’ ছাত্র সংসদ ভোটে বিজয়ী যারা

তিনি বলেন, “অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জের। ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতি আমাদের দিকে তাকিয়ে আছে।”

ইসির সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের চ্যালেঞ্জ। আমরা ধাপে ধাপে কাজ করছি। ওভারনাইট কিছু হবে না। তবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”

এআই এর অপব্যবহার ও পোস্টাল ভোটিং প্রসঙ্গে সচিব বলেন, “নির্বাচন ব্যবস্থায় প্রযুক্তির অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে ইসি সচেতন। একই সঙ্গে পোস্টাল ভোটিং প্রক্রিয়াকেও আরো স্বচ্ছ করতে কাজ চলছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.

সানাউল্লাহসহ আরো অনেকে। 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইস ইস আম দ র

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ