আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এমন প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন:

চূড়ান্ত ভোটার তালিকায় ফিরলো বাদ পড়া ১৫ ক্লাব

গণ বিশ্ববিদ্যালয়ের ‘শান্তিপূর্ণ’ ছাত্র সংসদ ভোটে বিজয়ী যারা

তিনি বলেন, “অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জের। ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতি আমাদের দিকে তাকিয়ে আছে।”

ইসির সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের চ্যালেঞ্জ। আমরা ধাপে ধাপে কাজ করছি। ওভারনাইট কিছু হবে না। তবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”

এআই এর অপব্যবহার ও পোস্টাল ভোটিং প্রসঙ্গে সচিব বলেন, “নির্বাচন ব্যবস্থায় প্রযুক্তির অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে ইসি সচেতন। একই সঙ্গে পোস্টাল ভোটিং প্রক্রিয়াকেও আরো স্বচ্ছ করতে কাজ চলছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.

সানাউল্লাহসহ আরো অনেকে। 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইস ইস আম দ র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ