মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

নিহত শিক্ষার্থীর নাম শ্রাবন্তী আক্তার (১৪)। সে উপজেলার চর বাউশিয়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে এবং গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে শ্রাবন্তী নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। স্কুলে যাওয়ার জন্য মহাসড়কের চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত শ্রাবন্তীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, ‘সকাল পৌনে আটটার দিকে ওই শিক্ষার্থীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

এদিকে শ্রাবন্তীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা ক্লাস বর্জন করে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা শ্রাবন্তীর হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়ে স্টারলাইন পরিবহনের তিনটি বাস আটকে ভাঙচুর করে। খবর পেয়ে থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। সকাল সোয়া ১০টার দিকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

আশরাফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যায়। তখন যান চলাচল স্বাভাবিক হয়।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শওকত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্কুলছাত্রীর লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউএনও মো. আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তাদের সব দাবিদাওয়া পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ র বন ত অবর ধ উপজ ল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ