গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরীঘাট বেইলি ব্রিজের পাটাতন খুলে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। 

এলাকাবাসী জানান, অন্তত ২৭ বার এই ব্রিজ সংস্কার করা হয়েছে। পাটাতন নদীতে পড়ে যাওয়ার পর অনেকে ঝুঁকি নিয়ে হেঁটে ব্রিজ পার হচ্ছেন। বিকল্প হিসেবে প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে ছোট পরিবহন যাতায়াত করছে। রাস্তাটি খারাপ হওয়ায় ভোগান্তি আরো বেড়েছে। নতুন সেতু তৈরির উদ্যোগ এখনো নেয়নি কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু পদ্মা সেতুতে

২৩ বছরেও মেরামত হয়নি সেতু, বাঁশের সাঁকোয় পারাপার

সোনাব গ্রামের রনি মিয়া বলেন, “ব্রিজ বহুবার ভেঙেছে। এবার পাটাতন নদীতে পড়ে গেছে। কয়েকবার গাড়িও দুর্ঘটনায় পড়েছে। নতুন ব্রিজ হচ্ছে না।”

অটোরিকশা চালক ফরিদ শেখ বলেন, “সকালে যাত্রী নিয়ে আসতেই দেখি ব্রিজ ভাঙা। এখন ১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।”

কাওরাইদ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো.

মাহবুবুল আলম জানান, প্রতিদিন শ্রীপুরসহ গফরগাঁও ও ভালুকা উপজেলার হাজারো মানুষ এ ব্রিজ দিয়ে চলাচল করেন। ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।”

শ্রীপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তাওহীদ আহমেদ জানান, তারা বিষয়টি জেনেছেন এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ জানান, নদীর ওপর নতুন একটি ব্রিজ নির্মাণের সব কার্যক্রম প্রায় সম্পন্ন। জমি অধিগ্রহণ জটিলতায় কাজ শুরু করা যায়নি।

ঢাকা/রফিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নদ উপজ ল

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ