গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরীঘাট বেইলি ব্রিজের পাটাতন খুলে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। 

এলাকাবাসী জানান, অন্তত ২৭ বার এই ব্রিজ সংস্কার করা হয়েছে। পাটাতন নদীতে পড়ে যাওয়ার পর অনেকে ঝুঁকি নিয়ে হেঁটে ব্রিজ পার হচ্ছেন। বিকল্প হিসেবে প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে ছোট পরিবহন যাতায়াত করছে। রাস্তাটি খারাপ হওয়ায় ভোগান্তি আরো বেড়েছে। নতুন সেতু তৈরির উদ্যোগ এখনো নেয়নি কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু পদ্মা সেতুতে

২৩ বছরেও মেরামত হয়নি সেতু, বাঁশের সাঁকোয় পারাপার

সোনাব গ্রামের রনি মিয়া বলেন, “ব্রিজ বহুবার ভেঙেছে। এবার পাটাতন নদীতে পড়ে গেছে। কয়েকবার গাড়িও দুর্ঘটনায় পড়েছে। নতুন ব্রিজ হচ্ছে না।”

অটোরিকশা চালক ফরিদ শেখ বলেন, “সকালে যাত্রী নিয়ে আসতেই দেখি ব্রিজ ভাঙা। এখন ১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।”

কাওরাইদ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো.

মাহবুবুল আলম জানান, প্রতিদিন শ্রীপুরসহ গফরগাঁও ও ভালুকা উপজেলার হাজারো মানুষ এ ব্রিজ দিয়ে চলাচল করেন। ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।”

শ্রীপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তাওহীদ আহমেদ জানান, তারা বিষয়টি জেনেছেন এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ জানান, নদীর ওপর নতুন একটি ব্রিজ নির্মাণের সব কার্যক্রম প্রায় সম্পন্ন। জমি অধিগ্রহণ জটিলতায় কাজ শুরু করা যায়নি।

ঢাকা/রফিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নদ উপজ ল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ