এশিয়া কাপের মিশন শেষেও বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আফগানিস্তান ক্রিকেট দলের আতিথিয়তা নেবে বাংলাদেশ। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি।

তিন টোয়েন্টির জন্য রবিবার বিকেলে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইড স্ট্রেইন চোটে থাকা লিটন কুমার দাস তিন টি-টোয়েন্টিতে খেলবেন না। তার জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। জাকের আলী তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন।

আরো পড়ুন:

পদত্যাগ করে বিসিবির নির্বাচনে রাজ্জাক

জয়-দিপুর ঝড়ে ঢাকাকে উড়াল চট্টগ্রাম

বাংলাদেশ দল
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, সৌম্য সরকার।

শারজায় ২, ৩ ও ৫ অক্টোবর তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে আফগানিস্তান সুপার ফোরে উঠতে পারেনি। বাংলাদেশ খেললেও কেবল হারাতে পারে শ্রীলঙ্কাকে।  ফাইনালে ওঠার সুযোগ থাকলেও পাকিস্তান ও ভারত কাউকেই বাংলাদেশ হারাতে পারেনি। যেভাবে দল শেষ দুই ম্যাচ খেলেছে তাতে প্রবল সমালোচনা হচ্ছে।আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি তাই বাংলাদেশের জন্য কঠিনই হতে যাচ্ছে।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, “সাইড স্ট্রেইনের কারণে সে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে খেলতে পারেনি। এমআরআই স্ক্যানে দেখা গেছে যে, পেটের বাম পেশীতে গ্রেড ১ স্ট্রেইন আছে। সে সুস্থ হচ্ছে তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচিত থাকবে না। মেডিকেল টিম তার পুনর্বাসন পরিচালনা এবং তার অগ্রগতি পর্যবেক্ষণ করবে।”

৩২ বছর বয়সী সৌম্য জাতীয় ক্রিকেট লিগ টি- টোয়েন্টিতে ৬৩ ও ৪৫ রানের দুইটি ইনিংস খেলেছেন। 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ