সোমবার (২৯ সেপ্টেম্বর) ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে উদ্বোধন হল দেশসেরা ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার।

অনুষ্ঠানে দেশ বরেণ্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট প্রফেসর ডা. এ. কিউ. এম. মোহসেন বলেন, “আমাদের লক্ষ্য হলো সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের মাধ্যমে আমরা বাংলাদেশে এমন জটিল সার্জারি শুরু করতে চাই যা আগে কখনও সম্ভব হয়নি। এভাবে আমরা শুধুমাত্র দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি শক্তিশালী সুনাম গড়ে তুলতে চাই।”

ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ বলেন, “ইউনাইটেড গ্রুপ সবসময় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছে যা জাতির সেবায় নিবেদিত। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধনের মাধ্যমে আমরা আরো একটি পদক্ষেপ গ্রহণ করেছি যাতে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমে যায়। আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে সেরা কার্ডিয়াক সেবা নিশ্চিত করা।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর ডা.

মোহসিন আহমেদ, চিফ কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর, ক্যাথ ল্যাব, কার্ডিওলজি বিভাগ। এরপর অভিজ্ঞ ও দক্ষ কার্ডিওলজিস্ট ডা. মো. রওশন মাসুদ, কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ, প্রফেসর অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ, কনসালটেন্ট, কার্ডিয়াক সার্জারি বিভাগ এবং ডা. সৈয়দ মোহাম্মদ আতিক, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যাতে তারা এই সেন্টারের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং বহুমুখী রোগীদের সেবা প্রদানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর, ডা. আজহারুল ইসলাম খান এবং প্রিন্সিপাল, ডা. মো. আব্দুল ওয়াকিল অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্যাতনামা স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, স্থপতি ও অভিনেত্রী অপি করিম, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জন, অন্যান্য বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার এখন সম্পূর্ণরূপে রোগীদের সেবা প্রদান করছে। এখানে কনসালটেশন, ডায়াগনস্টিক পরীক্ষা, ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং সার্জারি, সবই এক ছাদের নিচে সম্পন্ন হচ্ছে, বিশ্বমানের মান ও যত্নশীল সেবার প্রতিশ্রুতি দিয়ে।

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ড ওলজ অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ