ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার উদ্বোধন
Published: 29th, September 2025 GMT
সোমবার (২৯ সেপ্টেম্বর) ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে উদ্বোধন হল দেশসেরা ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার।
অনুষ্ঠানে দেশ বরেণ্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট প্রফেসর ডা. এ. কিউ. এম. মোহসেন বলেন, “আমাদের লক্ষ্য হলো সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের মাধ্যমে আমরা বাংলাদেশে এমন জটিল সার্জারি শুরু করতে চাই যা আগে কখনও সম্ভব হয়নি। এভাবে আমরা শুধুমাত্র দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি শক্তিশালী সুনাম গড়ে তুলতে চাই।”
ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ বলেন, “ইউনাইটেড গ্রুপ সবসময় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছে যা জাতির সেবায় নিবেদিত। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধনের মাধ্যমে আমরা আরো একটি পদক্ষেপ গ্রহণ করেছি যাতে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমে যায়। আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে সেরা কার্ডিয়াক সেবা নিশ্চিত করা।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর ডা.
ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর, ডা. আজহারুল ইসলাম খান এবং প্রিন্সিপাল, ডা. মো. আব্দুল ওয়াকিল অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্যাতনামা স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, স্থপতি ও অভিনেত্রী অপি করিম, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জন, অন্যান্য বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।
ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার এখন সম্পূর্ণরূপে রোগীদের সেবা প্রদান করছে। এখানে কনসালটেশন, ডায়াগনস্টিক পরীক্ষা, ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং সার্জারি, সবই এক ছাদের নিচে সম্পন্ন হচ্ছে, বিশ্বমানের মান ও যত্নশীল সেবার প্রতিশ্রুতি দিয়ে।
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ড ওলজ অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।