সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার নতুন কমিটি অনুমোদিত হয়েছে। 

এতে অ্যাডভোকেট মু. আতিকুর রহমার ভুঞাকে সভাপতি ও মো. মাশহুদুর রহমান সাজেদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয়। আগামী তিন বছরের জন্য সম্প্রতি নতুন এই অনুমোদন করেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এস.

এম. আনোয়ারুল করিম।

কার্যকরী কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি নূর আক্তার বেগম, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মুহাম্মদ রাশিদুল হাসান রুবেল, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী ও মো. আক্তারুজ্জামান।

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কালীঞ্জের একটি রেষ্টুরেন্টে নতুন কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী সকল সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। এ সময় সংগঠনের সাধারণ সদস্য মো. খোকন মিয়া, রাসেল মিয়া ও সৈয়দা সেলিনা পারভীন রত্না উপস্থিত ছিলেন।

এদিকে, ডা. মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা করে কালীগঞ্জ কল্যাণ সংস্থার ৭ সদস্য বিশিষ্ট নতুন একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির অন্য উপদেষ্টারা হলেন মো. মুর্শিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুনির উদ্দীন আহমেদ, নাইম এস আহমেদ, ফারজিন নাওয়ার জামান, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ও কাজী জাহেদ হাসান।

ঢাকা/রফিক/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ কল য ণ ক র যকর উপদ ষ ট সদস য

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ