মেহেরপুরের গাংনীতে বাঁশবাগান থেকে সদ্য ভূমিষ্ঠ এক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া এলাকায় ওই নবজাতককে উদ্ধার করা হয়।
শুকুরকান্দী গ্রামের মো. তরিকুল ইসলাম বলেছেন, মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে এক নবজাতক কান্না করছে, এমন সংবাদ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মন্দিরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মো.
আনসার সদস্য হোসাইন আহমেদ বলেন, বাঁশবাগানের মধ্যে এক নবজাতক কান্না করছে, এ অবস্থায় এলাকাবাসী আমাদেরকে খবর দেয়। আমরা দ্রুত সেখানে গিয়ে নবজাতককে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেছেন।
গাংনী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল আজিজ বলেছেন, এক দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমরা নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠিয়েছি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল জানিয়েছেন, এলাকাবাসী একটি নবজাতককে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
ঢাকা/ফারুক/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নবজ তকক এল ক ব স উপজ ল
এছাড়াও পড়ুন:
আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।