Risingbd:
2025-11-17@07:47:47 GMT

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ২ দল

Published: 30th, September 2025 GMT

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ২ দল

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, “আমরা যখন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন চাই তখন ১৪৩টা দল আমাদের কাছে আবেদন করেছিল। আমরা প্রাথমিক পর্যায়ে বাছাই করে ২২টি দলের বাড়তি অনুসন্ধান করি। এই বাড়তি অনুসন্ধান মাঠ পর্যায়ের তথ্য ও পর্যালোচনাকে কেন্দ্র করে। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে, দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এ তথ্য জানান।

আরো পড়ুন:

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে ইসির তিন কর্মকর্তা অন্তর্ভুক্ত

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

ইসি সচিব বলেন, “একটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আরেকটি বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। তাদের ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা।”

আখতার আহমেদ বলেন, “এখানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে। উনারা যে প্রতীকটা চেয়েছেন, সে প্রতীকটা প্রতীক সংক্রান্ত বিধিমালার তফসিলে নেই। না থাকার কারণে আমরা উনাদের কাছে একটা প্রতীক, মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সে চিঠিটা পাওয়ার পরে উনারা যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব।”

আখতার আহমেদ আরো বলেন, “আর বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে। তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে। নিবন্ধনের বিষয়ে আরো কয়েকটা দলকে আমাদের অধিকতর পর্যালোচনা লাগবে। সেটা আমাদের সচিবালয় পর্যায়ে ও কিছুটা মাঠ পর্যায়ের পর্যালোচনা লাগবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (শাহজাহান সিরাজের অংশ), এই তিনটা দল অধিকতর যাচাই করতে হবে।”

ইসি সচিব বলেন, “আর বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির পক্ষে আদালতের একটা রায় আছে। সে সূত্রে তারা নিবন্ধনযোগ্য। অধিকতর যাচাই-বাছাই পর্যালোচনা তথ্য অনুসন্ধান করতে হবে, এ রকম আরও নয়টা দলের ব্যাপারে আমরা ভাবছি।”

সচিব জানান, নয়টি দল হচ্ছে আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাষানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ।

আখতার আহমেদ বলেন, “আর ৭টা দলকে আমরা মনে করেছি তারা যথেষ্ট প্রমাণাদি দিতে পারেন নাই। সে কারণে তাদের আবেদন নামঞ্জর হবে। এ সাতটি দল হলো—ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী সিপিবিএম), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলামী পার্টি।”

ঢাকা/আসাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট এনস প ইস ইস আখত র আহম দ পর য য আম দ র

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ