ব্রিটিশ কাউন্সিলের ২০০ ডলারের কোর্স বিনা মূল্যে করার সুযোগ কারিগরি শিক্ষার্থীদের
Published: 6th, October 2025 GMT
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিলে বিনা মূল্যে কোর্স করার সুযোগ পাবেন। এ কোর্সের নাম ‘ব্যবসা ও সামাজিক ইংরেজি’। কোর্সটিতে আবেদন আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা এই কোর্সে শূন্য ক্রেডিট অফারে সম্পূর্ণ বিনা মূল্যে অংশগ্রহণের সুযোগ পাবেন।
গত ৩০ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ব্রিটিশ কাউন্সিলের ব্যবসা ও সামাজিক ইংরেজি কোর্সটি ১৪৪ ঘণ্টার। কোর্সটি সম্পন্ন করতে ২০০ ইউএস ডলার খরচ হয়।ডেনমার্কে কড়াকড়ি : আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজ ও পরিবার নেওয়ার অধিকার সীমিতকারিগরি বোর্ডের অফিস আদেশে বলা হয়, ব্রিটিশ কাউন্সিলের ব্যবসা ও সামাজিক ইংরেজি কোর্সটি ১৪৪ ঘণ্টা মেয়াদি এবং ৬টি থিমে বিভক্ত। এটি অনুশীলনভিত্তিক শেখার পদ্ধতি অনুসরণ করে। কোর্সটি সম্পন্ন করতে শিক্ষার্থী প্রতি ২০০ ইউএস ডলার খরচ হয়। কিন্তু ইউএনডিপি বাংলাদেশ ফিউচারনেশন প্রোগ্রামের মাধ্যমে এসব কোর্স বৃত্তি হিসেবে প্রদান করা হবে।
ইউএনডিপি বাংলাদেশ ফিউচারনেশনের প্রেরিত পত্র মোতাবেক (সংযুক্ত ছকে তথ্য পূরণ করে) কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ পর্ব বা তদূর্ধ্ব পর্বের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে আবেদন করতে হবে।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সহকারী শিক্ষকের বেতন কম্পিউটার অপারেটরের সমান, কলেজ অধ্যাপকের যুগ্ম সচিবেরও নিচেআরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা০৫ অক্টোবর ২০২৫অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগও হবে এনটিআরসিএর মাধ্যমে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র ট শ ক উন স ল
এছাড়াও পড়ুন:
বিনিয়োগের সাপ্লাই চেইন শক্তিশালী করতে নতুন প্ল্যাটফর্ম
টেকসই বাণিজ্য ও বিনিয়োগ আরো শক্তিশালী করতে এবং সাপ্লাই চেইন স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাণিজ্য মন্ত্রণালয়, আইএলও ও ইউএনডিপির যৌথ উদ্যোগে নতুন প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিডার কনফারেন্স হলে ‘টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য স্থিতিশীল সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে সমন্বিত নীতি-সংলাপ, দক্ষতা উন্নয়ন ও জ্ঞানবিনিময়ের মাধ্যমে দেশের বাণিজ্য-বিনিয়োগ কাঠামো আরো টেকসই ভিত্তিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে ‘টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য স্থিতিশীল সাপ্লাই চেইন প্ল্যাটফর্মের’ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘‘এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য নতুন প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে তোলার সুযোগ। দক্ষতা, মূল্যসংযোজন, গুণগত মান ও ন্যায়সংগত প্রবৃদ্ধিকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন অংশীদারদের একত্রিত করবে, যা আমাদের অর্থনীতির নতুন অধ্যায় রচনা করবে।’’
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘‘এক্ষেত্রে আমরা যেন স্পষ্ট রোডম্যাপ তৈরি করি এবং নিজেদের জবাবদিহির আওতায় রাখি, ২০২৬ সালের শেষে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তা পরিষ্কারভাবে যেন সবাই জানতে পারে। এই প্ল্যাটফর্মে কথার চেয়ে বাস্তব অগ্রগতি মুখ্য।’’
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ‘‘এলডিসি উত্তরণের পথে আমরা ইতোমধ্যে বিভিন্ন নীতিগত সংস্কার ও বৈশ্বিক মানের সঙ্গে আমাদের বাণিজ্য ও বিনিয়োগনীতির সামঞ্জস্য সাধনে কাজ করছি। এ প্রচেষ্টা দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এবং টেকসই প্রবৃদ্ধি ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।’’
আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিয়ন বলেন, ‘‘সাপ্লাই চেইনের মূলেই থাকে মানুষ, শ্রমিক ও উদ্যোক্তারা। এই প্ল্যাটফর্ম আমাদের যৌথ সমাধান তৈরির সুযোগ দেবে; যা মর্যাদা, সুযোগ ও অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে গড়ে উঠবে এবং এলডিসি উত্তরণের সঙ্গে সঙ্গে যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে।’’
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার বলেন, ‘‘বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধি আরো সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা এক প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো। এই উদ্যোগ জ্ঞানবিনিময়, নীতি-সমন্বয় ও দায়িত্বশীল বিনিয়োগকে আরো এগিয়ে নেবে।’’
এই প্ল্যাটফর্ম নীতি-সংলাপ, সক্ষমতা উন্নয়ন ও জ্ঞানবিনিময়ের কেন্দ্র হিসেবে কাজ করবে। পাশাপাশি সাপ্লাই চেইন উন্নয়ন, নীতিসম্মত বিনিয়োগ, আন্তর্জাতিক শ্রমমান, টেকসই প্রবৃদ্ধি ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশের এলডিসি উত্তরণকে সুসংহত করবে বলে বক্তারা মনে করেন।
ঢাকা/নাজমুল/বকুল